দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৪:৩৮

যুদ্ধের মাঝেই ইউক্রেনের ৫ মন্ত্রী পদত্যাগ করেছেন

সংসদ নেতা জানিয়েছেন, মন্ত্রিসভার সদস্যদের ৫০ শতাংশেরও বেশি পরিবর্তন করা হবে। ছবি: সংগৃহীত

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনের অস্ত্র উৎপাদন সম্পর্কিত মন্ত্রী পদত্যাগ করেছেন, সাথে আরও চার মন্ত্রীও পদত্যাগ করেছেন। এই মন্ত্রীদের মধ্যে আছেন কৌশলগত শিল্পমন্ত্রী আলেকজান্ডার কামিশিন, বিচারমন্ত্রী ডেনিস মালিউস্কা, পরিবেশ সুরক্ষা মন্ত্রী রুসলান স্ট্রিলেটস, উপ-প্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনা, ইরিনা ভেরেশচুক এবং ইউক্রেনের স্যাট প্রপার্টি ফান্ডের প্রধান ভিটালি কোভাল। প্রেসিডেন্টের অন্যতম সিনিয়র সহকারী রোস্টিস্লাভ শুর্মাকেও বরখাস্ত করা হয়েছে।

ক্ষমতাসীন সার্ভেন্ট অব পিপল পার্টির সংসদীয় নেতা ডেভিড আরাখামিয়া জানিয়েছেন, এই সপ্তাহে বড় ধরনের সরকারি রদবদলের আশা করা হচ্ছে, যার মধ্যে মন্ত্রিসভার সদস্যদের ৫০ শতাংশেরও বেশি পরিবর্তন হতে পারে। আগামীকাল বরখাস্তের দিন এবং তার পরের দিন অ্যাপয়েন্টমেন্টের দিন হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে নতুনভাবে গঠিত করা উচিত যাতে ইউক্রেন প্রয়োজনীয় ফলাফল অর্জন করতে পারে।

এছাড়া, ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর পোলতাভাতে রাশিয়ার হামলায় ৫১ জন নিহত এবং ২৭১ জন আহত হয়েছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট