দ্যা নিউ ভিশন

এপ্রিল ৭, ২০২৫ ১২:০৪

মা–বাবার দীর্ঘায়ুর জন্য কী করবেন, জানেন? নতুন গবেষণায় যা জানা গেল

এমন আস্থার সম্পর্ক তৈরি করুন গুরুজনের জন্য

‘বাবা, কেমন আছিস? কতবার ফোন দিলাম, ধরলি না। এত ব্যস্ত! মায়ের ফোন ধরার সময় পাস না? আচ্ছা শোন, ঠিকমতো খেয়ে নিস। আর নিজের যত্ন নিস।’

কথাগুলো আপনার কাছে পরিচিত লাগতে পারে। ছুটির দিনে ফোনে আপনি হয়তো মায়ের কাছ এমন কথা শুনে থাকবেন। এ রকম সময়ে আপনি মাকে কথা দেন যে নিয়মিত ফোন করবেন, খোঁজখবর নেবেন। তারপর আবার আগের জীবনে ফিরে যান।

কানাডার কুইনস ইউনিভার্সিটির এক নতুন গবেষণা জানাচ্ছে, সন্তানদের মা–বাবার সঙ্গে থাকার সঙ্গে তাঁদের সুস্থভাবে বেশি দিন বেঁচে থাকার ঘনিষ্ঠ ও ইতিবাচক সম্পর্ক আছে। এই গবেষণায় বলা হয়েছে, একাকিত্বের সঙ্গে মানুষের হুট করে বুড়ো হয়ে যাওয়ার ও বয়সজনিত বিভিন্ন রোগ ও সমস্যায় আক্রান্ত হওয়ার সরাসরি প্রভাব আছে। কানাডার ৬৫ বছরের বেশি বয়সীদের মধ্যে ৩৮ শতাংশই ভুগছেন একাকিত্বে।

গবেষণাটি ১ হাজার ৬০০ জন বয়স্ক মানুষের ওপর ২০ বছর ধরে পরিচালিত হয়েছে। তাঁদের সবার বয়স ৬৫–৮১–এর মধ্যে। এই গবেষণায় দেখা যায়, যাঁরা একাকিত্বে ভুগেছেন, তাঁদের গড় আয়ু যাঁদের সঙ্গে সন্তান, সঙ্গী বা বন্ধু ছিল, তাঁদের তুলনায় কম। এই গবেষণায় আরও দেখা যায়, ৬৫ বছরের বেশি বয়সীদের মধ্যে ২৩ শতাংশ পুরোপুরি একা হয়ে যাওয়ার মাত্র ৬ বছরের মধ্যে মারা গেছেন। অন্যদিকে যাঁদের সঙ্গে সন্তান বা সঙ্গী ছিল, তাঁদের মধ্যে পরবর্তী ছয় বছরে মারা যাওয়ার হার ৭ শতাংশ।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী