দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৪:৩৫

ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত একজনের লাশ শনাক্ত

লাশ। প্রতীকী ছবি

ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত একজনের মরদেহ শনাক্ত করা হয়েছে। তার নাম মো. তারেক (১৮)। গত রোববার নিহত তারেকের স্বজনেরা তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে শনাক্ত করেন।

আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে গতকাল মঙ্গলবার তারেকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তারেক রাজধানীর যাত্রাবাড়ীতে একটি দরজির দোকানে কাজ করতেন।

তারেকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়টি আজ বুধবার প্রথম আলোকে নিশ্চিত করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।

এর আগে গতকাল রাতে ঢাকা মেডিকেল কলেজের মর্গে তারেকের ফুফাতো বোন তানিয়া আক্তার প্রথম আলোকে জানান, তারেক যাত্রাবাড়ীর বিবির বাগিচার ১ নম্বর গেট এলাকার একটি মেসে থাকতেন। গত ১৫ আগস্ট তিনি তারেকের কর্মস্থলে গিয়ে জানতে পারেন, ৫ আগস্ট বেলা সাড়ে ১২টার দিকে তারেক মেসের বাইরে যান। তিনি মাঝেমধ্যে কোটা সংস্কার আন্দোলনে যেতেন বলে তিনি জানতে পারেন। তারেকের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর খোঁজ পাচ্ছিলেন না তাঁরা।

তানিয়া বলেন, গত রোববার ঢাকা মেডিকেল কলেজের মর্গে এসে আঙুলের একটি কালো রঙের আংটি, চুল-দাড়ি দেখে তাঁরা তারেকের লাশ শনাক্ত করেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সহায়তায় শাহবাগ থানা-পুলিশ তারেকের মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করে। গ্রামের বাড়িতে তাঁর দাফনের ব্যবস্থা করা হবে।

তারেকের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনের ওমরপুর গ্রামে। পাঁচ ভাইয়ের মধ্যে তারেক সবার বড়। তার বাবা মো. রিয়াজ পেশায় কৃষক।

তানিয়া আরও জানান, তাঁরা খোঁজ নিয়ে জানতে পারেন, ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে বুকে গুলিবিদ্ধ হয়েছিলেন তারেক।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট