দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৪:৫৩

কুষ্টিয়ায় কারাগার থেকে পলাতক ২৫ মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

২৫ মামলার আসামি সামিরুল মণ্ডলকে ঝিনাইদহের শৈলকূপা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

কুষ্টিয়ায় জেলা কারাগার থেকে পালানো ২৫ মামলার আসামি সামিরুল মণ্ডলকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ধর্মপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার বিকেলে কুষ্টিয়া র‍্যাব ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার সামিরুল মণ্ডল কুষ্টিয়া খোকসা উপজেলার ওসমানপুর গ্রামের সামসুদ্দিন মণ্ডলের ছেলে। তাঁর বিরুদ্ধে ডাকাতি, মারামারি, অস্ত্র ও বিস্ফোরক আইনে ২৫টি মামলা রয়েছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৭ আগস্ট কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটকের তালা ভেঙে সামিরুলসহ ৯৮ জন কারাবন্দী পালিয়ে যান। এ ঘটনায় কারাগারের পক্ষ থেকে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা করা হয়। পলাতক আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে র‍্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় র‍্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় মঙ্গলবার রাত দেড়টায় ঝিনাইদহ শৈলকূপা উপজেলার ধর্মপাড়া এলাকা থেকে পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

কুষ্টিয়া র‍্যাব ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান বলেন, জেল পলাতক বাকি কারাবন্দীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট