দ্যা নিউ ভিশন

এপ্রিল ৭, ২০২৫ ০০:৪১

ঝড় শেষে ফাহিম বললেন, ‘মাহমুদ ভাই ম্যাজিক’

সপ্তম উইকেটে ৩৫ বলে ৮৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ফাহিম আশরাফ (বাঁয়ে) ও মাহমুদউল্লাহ

৭.৪ ওভারে তখনো ফরচুন বরিশালের জয়ের জন্য দরকার ছিল ৮৬ রান। ওদিকে পড়ে গেছে ৬ উইকেট। শাহিন শাহ আফ্রিদি ফিরে যাওয়ার পর মাহমুদউল্লাহর সঙ্গে জুটি বাঁধলেন আরেক পাকিস্তানি ক্রিকেটার ফাহিম আশরাফ। ম্যাচে বরিশালের ভাগ্য তখনো পেণ্ডুলামের মতে দুলছে।

কিন্তু এরপর যা হলো, তাকে ঝড় বললেও কম বলা হয়। ৫.৫ ওভারেই খেলা শেষ করে দিল মাহমুদউল্লাহ–ফাহিমের তাণ্ডবে জুটি। ৭ ছক্কা আর ১ বাউন্ডারিতে ফাহিম ওই সময়ের মধ্যেই খেললেন ২১ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস। চার ছক্কা আর পাঁচ বাউন্ডারিতে ২৬ বলে ৫৬ করে অপরাজিত মাহমুদউল্লাহও।

দুর্বার রাজশাহীর মৃত্যুঞ্জয় চৌধুরীকে মিরপুর শেরেবাংলার গ্যালারি পার করা ছক্কায় জয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন ফাহিম।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছেন মাহমুদউল্লাহর সঙ্গে তাঁর জমে ওঠা রসায়নের কথা, ‘শুরুতে আমরা ভেবেছি টি-টোয়েন্টি ম্যাচে যেকোনো কিছুই ঘটতে পারে। কাজেই খুব সাধারণ পরিকল্পনা ছিল আমাদের। আমরা বড় কিছু চিন্তা না করে ২ ওভার করে ভালো করার চেষ্টা করেছি। সেভাবে এগিয়েই চেয়েছি ম্যাচটা জিততে।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী