দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ১৪:৫৪

বিপিএলের অনুশীলন দেখতে বাধা, জানা গেল আসল কারণ

এভাবে অনুশীলন মাঠ ঢেকে দিয়েছে বিসিবি

বাংলাদেশের ক্রিকেট থেকে আর সবকিছু উধাও হয়ে যাওয়ার দিন সমাগত। অন্য বড় কিছু না ঘটে গেলে আগামী কিছুদিন, বলা ভালো এক মাসের বেশি সময় ধরে আলোচনায় থাকবে শুধুই বিপিএল।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পা দিয়ে সেই আবহ কাল বেশ ভালোভাবেই টের পাওয়া গেল। একাডেমি মাঠে অনুশীলন শুরু হয়েছে এদিন থেকেই। সকালে ঢাকা ক্যাপিটালস ও দুপুরে চিটাগং কিংস। অনুশীলনের পর দুই দলের কোচ খালেদ মাহমুদ ও শন টেইটের সংবাদ ব্রিফিংয়ে সংবাদকর্মীদের ভিড়।

একাডেমি ভবনের উল্টো দিকে মূল স্টেডিয়ামের গ্যালারির নিচে আম্পায়ার্স বিভাগের অফিস রুম। দরজার বাইরে বরাবরের মতো স্যুটেড–বুটেড অবস্থায় পাওয়া গেল বিপিএলের টেকনিক্যাল কমিটির প্রধান রকিবুল হাসানকে। সব দলের কোচ–অধিনায়ক ও আম্পায়ারদের নিয়ে টেকনিক্যাল কমিটির সভায় বসবেন একটু পর। ওপরে বিসিবি কার্যালয়ে গিয়ে জানা গেল সভা আছে আরও একটি, বিপিএল সমন্বয় সভা।

মাঠে ডিজিটাল বোর্ড বসানোর কাজ প্রায় শেষ। এবার বিজ্ঞাপনের পাশাপাশি এসব বোর্ডে ‘জুলাই–আগস্টে’র আবহও ফুটে ওঠার কথা। গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারিতে একদল তরুণের ভিড়। তাঁরা এসেছেন বিপিএলের স্বেচ্ছাসেবক হতে। সে আনুষ্ঠানিকতার আগে মাঠটাকে পেছনে রেখে চলছিল সেলফি তোলার উৎসব। একই রকম ভিড় দেখা গেল বিসিবি সভাপতি ফারুক আহমেদের রুমের সামনে। সেই ভিড় বিপিএল–সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির অথবা কমিটিতে ঢুকতে ইচ্ছুক লোকজনের।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী