দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ১৯:৩৪

নিগারের সেঞ্চুরি, ফারজানা বসে থাকবেন কেন; সেঞ্চুরি করেই ফেরালেন ২০১৯ সালের সেই স্মৃতি

সেঞ্চুরির পর ফারজানা হক

নিগার সুলতানা যখন সেঞ্চুরি করেছেন, ফারজানা হক বসে থাকবেন কেন!

মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি করে রাজশাহীতে আজ ইতিহাস গড়েছেন নিগার সুলতানা। মেয়েদের বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) মধ্যাঞ্চলের হয়ে উত্তরাঞ্চলের বিপক্ষে ১৫৩ রানে অপরাজিত ছিলেন নিগার। ফারজানাও দেরি করেননি নিগারের পাশে বসতে। কয়েক ঘণ্টা পরেই একই ম্যাচে নিগারের মধ্যাঞ্চলের বিপক্ষে উত্তরাঞ্চলের দ্বিতীয় ইনিংসে খেললেন অপরাজিত ১০২ রানে ইনিংস। প্রথম ইনিংসে ৮৬ রান করে আউট হয়ে ‘প্রথম’ হওয়ার সুযোগ হারিয়েছিলেন ফারজানা।

তাতে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে ফিরে এল ২০১৯ সালের ৫ ডিসেম্বরের স্মৃতি। সেদিন নেপালের পোখারা রঙ্গশালায় এসএ গেমস নারী ক্রিকেটে মালদ্বীপের বিপক্ষে সেঞ্চুরি করেন নিগার ও ফারজানা। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের মেয়েরা প্রথম সেঞ্চুরির দেখা পান সেদিনই। আজকের মতো সেদিনও প্রথম হয়েছিলেন নিগার, দুই ওভার পরেই সেঞ্চুরি পেয়ে দ্বিতীয় হন ফারজানা।

আজ নিগার-ফারজানার ইতিহাস গড়ার দিনে ড্র হয়েছে উত্তরাঞ্চল-মধ্যাঞ্চল ম্যাচ। নিগারের ১৫৩ রানের ভর করে ৮ উইকেটে ৩৮৭ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চল। উত্তরের অফ স্পিনার জান্নাতুল ফেরদৌস ১১৩ রানে ৬ উইকেট।

১৪৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা উত্তর ১ উইকেটে ২০৪ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল। ইসমা তানজিমের সঙ্গে উদ্বোধনী জুটিতে ১৯৬ রান যোগ করেন ২২৬ বলে ১০২ রান করা ফারজানা। ইসমা ১০ রানের জন্য সেঞ্চুরি পাননি।

প্রথম জয়টি দক্ষিণের

বাংলাদেশের মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম জয়টি পেয়েছে দক্ষিণাঞ্চল। রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি মাঠে তিন দিনের ম্যাচটিতে পূর্বাঞ্চলকে ১০ উইকেটে হারিয়ে দক্ষিণ।

৩ উইকেটে ২৬ রান নিয়ে শেষ দিন শুরু করা পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংসে অলআউট ১৬২ রানে। দক্ষিণের অধিনায়ক রাবেয়া খান ১৮ রানে নেন ৫ উইকেট। তাতে মাত্র ৯ রানের লক্ষ্য পাওয়া দক্ষিণ কোনো উইকেট না হারিয়েই পেরিয়ে যায় তা।

দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট ও একমাত্র ইনিংসে ৭০ রান করা রাবেয়াই হয়েছেন ম্যাচসেরা।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী