দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:৫৪

শিশুকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে কিছু পরামর্শ:

শিশুকে সঠিকভাবে লালন-পালন করে তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করা—এটাই মা-বাবা হওয়ার প্রথম পদক্ষেপ। তবে, সন্তানের যত্ন ও স্নেহের পাশাপাশি মা-বাবা তাদের আত্মবিশ্বাস ও সহনশীলতা গড়তে সহায়তা করতে পারে। শিশুর লক্ষ্য ও স্বপ্ন পূরণের পথে মা-বাবার ভূমিকা অপরিহার্য। এখানে কিছু পরামর্শ:

 

1. **বয়স অনুযায়ী দায়িত্বভার দিন**

সন্তানের বয়স অনুযায়ী কিছু ছোট কাজের দায়িত্ব দিন, যেমন বিছানা গোছানো, খেলনা সাজিয়ে রাখা, রান্না বা ঘর পরিষ্কারে সামান্য সাহায্য করা। এসব কাজ তাদের বুদ্ধিমত্তা ব্যবহার করতে ও দায়িত্ববোধ তৈরি করতে সহায়তা করবে।

 

2. **খোলামেলা আলোচনা করুন**

সন্তানের চিন্তা ও উদ্বেগ ভাগ করে নিতে সাহায্য করতে একটি স্বাচ্ছন্দ্যময় পরিবেশ তৈরি করুন। তাদের মতামত বা অনুভূতিকে খোলামেলাভাবে বিচার করুন, যাতে তারা মুক্তভাবে মনের কথা বলতে পারে।

 

3. **নতুন কিছু অন্বেষণে উৎসাহ দিন**

শিশু বড় হওয়ার সঙ্গে সঙ্গে নতুন নতুন শখ, খেলাধুলা বা পড়াশোনার বিষয়ে কৌতূহলী হয়। তাদের নতুন কিছু অনুসন্ধানে উৎসাহিত করুন, যা তাদের আগ্রহের জায়গা খুঁজে পেতে সাহায্য করবে এবং ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হবে।

 

4. **নিজে অনুকরণীয় হয়ে উঠুন**

শিশুরা অনুকরণপ্রিয়। তাই মা-বাবা যদি আত্মনির্ভরশীল, স্বাধীন ও শক্তিশালী হন, তবে সন্তানও এসব গুণ শেখার চেষ্টা করবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট