দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:২৭

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের পাশে ‘প্রতিপক্ষের’ গুলিতে যুবক নিহত

মো. সনু। ছবি: পরিবারের কাছ থেকে পাওয়া

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পাশে ‘প্রতিপক্ষের’ গুলিতে মো. সনু (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে এই ঘটনা ঘটে।

সনু মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে থাকতেন। তিনি রিকশাচালক ছিলেন। তাঁর বাবার নাম বাবুল হোসেন।

পুলিশ সূত্র বলছে, আজ সকাল আটটার দিকে জেনেভা ক্যাম্পের পাশে তর্কাতর্কির জেরে সনুর ওপর গুলি চালায় প্রতিপক্ষ। এতে তিনি লুটিয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় সকাল সোয়া ৯টার দিকে সনুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

সনুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছিলেন প্রতিবেশী সাজিদ। তাঁর ভাষ্য, জেনেভা ক্যাম্পের মাদক কারবারি বুনিয়া সোহেলকে (৩০) আজ সকালে সনু বলেন, ‘তুমি মাদক বিক্রি করছ, এতে এখানকার ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে।’ এ নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে সোহেলসহ কয়েকজন সনুর ওপর চড়াও হন। সোহেল সনুর ওপর গুলি চালান। সনুর বুকে গুলি লাগে। এতে তিনি নিহত হন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, ‘অনৈতিক কারবার ও আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষ সনুকে গুলি করে হত্যা করে। এ নিয়ে জেনেভা ক্যাম্প এলাকায় কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট