দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:০৩

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে কেন্দ্রীয় ব্যাংক প্রদান করল ২৩ কোটি টাকা

কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক।

দেশজুড়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২৩ কোটি টাকা প্রদান করেছে কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ অর্থ প্রদান করার কথা জানায়। বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের ৪৩৬তম সভায় অর্থনৈতিক সংকট এবং বন্যার পরিস্থিতিসহ দেশের সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা’ তহবিল থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২২ কোটি টাকা এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আগস্ট মাসের বেতন থেকে একদিনের মূল বেতনের (১ কোটি টাকা) সমপরিমাণ সহ মোট ২৩ কোটি টাকা প্রদান করা হয়েছে। এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই বিপ্লবে’ হতাহতদের সহায়তায় অতিরিক্ত ৫ কোটি টাকা বরাদ্দ করার পরিকল্পনা রয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট