দ্যা নিউ ভিশন

এপ্রিল ১৯, ২০২৫ ০৫:৪৩

গাজার উত্তরাঞ্চলে অস্থিরোগের ‘একমাত্র চিকিৎসক’ ইসরায়েলি হামলায় নিহত

গাজা নগরীতে ইসরায়েলের হামলায় একটি ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে

সাইদ জোউদেহ পেশায় চিকিৎসক। থাকতেন ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলে। বলা হয়, ওই অঞ্চলের মানুষের জন্য অস্থিরোগের একমাত্র চিকিৎসক তিনি। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের ট্যাংকের গোলার আঘাতে নিহত হয়েছে সায়েদ।

ফিলিস্তিনের সরকারি কর্মকর্তারা চিকিৎসক সায়েদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হামলার সময় তিনি কর্মক্ষেত্রে যাচ্ছিলেন। গাজার উত্তরাঞ্চলের কামাল আদওয়ান ও আল-আওদা হাসপাতালে শল্যচিকিৎসক হিসেবে কাজ করতেন তিনি।

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা এই ঘটনার বিষয়ে কিছুই জানে না। তদন্ত করে দেখা হচ্ছে।

চিকিৎসক সায়েদ অবসরে ছিলেন। গাজায় যুদ্ধ শুরুর পর তিনি মানুষের সেবায় নতুন করে কাজে নামেন। গত মাসে কামাল আদওয়ার হাসপাতালে প্ল্যাকার্ড হাতে সংবাদ সম্মেলন করেছিলেন তিনি। তাতে লেখা ছিল, ‘আমাদের বাঁচান’।

হাসপাতালটির পরিচালক হুসাম আবু সাফিয়া বলেন, ‘রোগী দেখে আল-আওদা হাসপাতালে যাওয়ার পথে ইসরায়েলি ট্যাংক থেকে তাঁর (সায়েদ) দিকে সরাসরি গোলাবর্ষণ করা হয়। দুর্ভাগ্যজনকভাবে তিনি ঘটনাস্থলে নিহত হন।’

তবে প্রত্যক্ষদর্শীদের কয়েকজন বলেছেন, চিকিৎসক সায়েদকে একটি ড্রোন থেকে গুলি করা হয়েছিল।

মাস দুয়েক ধরে গাজার উত্তরাঞ্চলে জোরালো হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। ওই অঞ্চলে বোমাবর্ষণ এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

ইসরায়েলের দাবি, গাজার উত্তরাঞ্চলে হামাসের যোদ্ধারা নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তাই ওই অঞ্চলে হামাসের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় হামাস। ওই দিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

এক বছরের বেশি সময় ধরে চলা নির্বিচার হামলায় নারী-শিশুসহ সাড়ে ৪৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহতের সংখ্যা লাখ ছাড়িয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য এটা।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী