বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক পরিচয় দিয়ে বাসচালকের সহকারীকে মারধরের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহসমন্বয়ক পরিচয় দিয়ে এক তরুণ বাসচালকের সহকারীকে মারধর করছেন—গতকাল সোমবার রাতে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। জানা গেছে, অভিযুক্ত শিক্ষার্থীর নাম তৌসিফ শাকিল। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের রসায়ন বিভাগের শিক্ষার্থী। তৌসিফ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন না।
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা জানিয়েছেন, অভিযুক্ত তৌসিফ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নন। তিনি আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।
রসায়ন বিভাগের চেয়ারম্যান লুৎফর রহমান সাংবাদিকদের বলেছেন, অভিযুক্ত শিক্ষার্থী রসায়ন বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ছিল। তবে পুনরায় ভর্তি হয়ে বর্তমানে ১৫ ব্যাচের সঙ্গে ক্লাস করে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ফয়সাল মুরাদ আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘মারধরে অভিযুক্ত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তবে সে কখনোই আন্দোলনে অংশ নেয়নি; বরং তখন ছাত্রলীগের পক্ষ নিয়ে আমাদের আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল বলে অভিযোগ রয়েছে। আন্দোলনের বিপক্ষে থাকায় সহপাঠীরাও তাকে বয়কট করেছিল।’
অভিযোগের বিষয়ে জানতে তৌসিফ শাকিলের মুঠোফোনে একাধিকবার কল করেও তাঁর সাড়া পাওয়া যায়নি।