সংগীতজীবনের জনপ্রিয় গান ‘অঞ্জনা’ যেন মনির খানের ট্রেডমার্ক হয়ে আছে। এই গায়কের অনেক অ্যালবামে ‘অঞ্জনা’ সিরিজের গানটি ঘুরেফিরে এসেছে। তিন দশক হতে চলেছে ‘অঞ্জনা’ সিরিজের প্রথম গান প্রকাশের। এই দীর্ঘ সংগীতজীবনে মনির খান ‘অঞ্জনা’ শিরোনামে একাধিক গান গেয়েছেন। সেই গানগুলো জনপ্রিয়তাও পেয়েছে। বিরহের এসব গান দর্শকেরা এখনো পছন্দ করেন। আগামী বছরের প্রথম দিনে ‘অঞ্জনা’ সিরিজের নতুন গান প্রকাশ করবেন বলে জানালেন গানটির গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার।
আজ মঙ্গলবার দুপুরে মিল্টন খন্দকার প্রথম আলোকে বলেন, ‘গত কয়েক বছর ধরে বছরের প্রথম দিন “অঞ্জনা” সিরিজের গানটি প্রকাশ করছি। সেই ধারাবাহিকতায় এবারও “অঞ্জনা” সিরিজের গান ছাড়া হবে। এর মধ্যে একদিন মনির খান কণ্ঠ দেবে। তারপর আমরা গানটি প্রকাশের জন্য প্রস্তুত করব।’
‘অঞ্জনা’ সিরিজের প্রথম গানটি প্রকাশিত হয় ১৯৯৬ সালে, মনির খানের প্রথম অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’তে। সেই অ্যালবামে ‘অঞ্জনা’ গানটি ব্যাপক সাফল্য পায়। এর পর থেকে সিরিজ আকারে একের পর এক ‘অঞ্জনা’ শিরোনামে গান করেছেন মনির খান।
মনির খান আরও বলেন, ‘এ কথা সত্য যে গত কয়েক বছর ধরে জানুয়ারিতে “অঞ্জনা” শিরোনামে গান প্রকাশ করছি। সাধ্যের জায়গা থেকে শ্রোতাদের দাবি পূরণ করার চেষ্টা করি। তাঁদের চাওয়া “অঞ্জনা” শিরোনামে গান যেন বছরের মাঝেও একটি প্রকাশ করি।’
মনির খানের তুমুল জনপ্রিয় গান ‘অঞ্জনা’। কিন্তু কে এই অঞ্জনা, এমন প্রসঙ্গে একটি দৈনিকের অনলাইন সাক্ষাৎকারে বলেছিলেন, ‘পাশাপাশি স্কুলে অঞ্জনা পড়ত ক্লাস সেভেনে, আমি নাইনে। আমাদের প্রেম আসলে সেভাবে প্রস্তাব করে হয়নি। একসঙ্গে চলাফেরা, এর মধ্য দিয়ে দারুণ একটা বোঝাপড়া তৈরি হয় দুজনের মধ্যে।’