দ্যা নিউ ভিশন

এপ্রিল ৭, ২০২৫ ০৪:১৯

জামায়াত শুধু স্লোগান দেয় না, বাস্তবায়নেরও চেষ্টা করে: জামায়াতের আমির

শীতবস্ত্র বিতরণ করছেন জামায়াতের আমির শফিকুর রহমান (বাঁ থেকে দ্বিতীয়)

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী শুধু স্লোগান দিয়েই দায়িত্ব শেষ করে না, বরং বাস্তবায়নেরও চেষ্টা করে।

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরের ১৩ নম্বরে কাফরুল উত্তর থানা জামায়াতের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জামায়াতের আমির এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘এখনো রাজধানীতে শীত জেঁকে বসেনি। কিন্তু আমরা সম্ভাব্য শীত মোকাবিলায় অগ্রিম প্রস্তুতির অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ করছি। আমরা ভালো কাজের সব কৃতিত্ব নিতে চাই না, বরং আমরা অন্যদের পথ দেখানোর চেষ্টা করছি মাত্র।’

নিজ দলের কল্যাণমুখী তৎপরতার কথা উল্লেখ করে শফিকুর রহমান বলেন, জামায়াত এমন এক সমাজ প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে, যে সমাজে সবার অধিকারের নিশ্চয়তা থাকবে।

যে সমাজে সুন্দর, সুকুমারবৃত্তি, ন্যায়-ইনসাফ ও মূল্যবোধের চর্চা হয়, সে সমাজই ভালো থাকে এবং সুখী, সমৃদ্ধ ও শান্তির সমাজে পরিণত হয় বলেও মন্তব্য করেন জামায়াতের আমির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

কাফরুল থানার আমির রেজাউল করিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি আশিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আবদুর রহমান মুসা ও সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মুহাম্মদ তাসলিম, মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ফখরুদ্দীন মানিক প্রমুখ।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী