দ্যা নিউ ভিশন

এপ্রিল ৭, ২০২৫ ১২:৫২

শীতের কোন সবজি কাদের খেতে মানা

শীতকাল মানেই বাজারে নানা রঙের নানা জাতের সবজি। শীতকালীন সবজিতে রয়েছে প্রচুর পরিমাণ বিটা-ক্যারোটিন, আয়রন, ফলিক অ্যাসিড, অ্যান্টি–অক্সিডেন্ট, আঁশ, ভিটামিন ও মিনারেল। শীতে কম–বেশি সবারই প্রাণভরে সবজি খেতে মন চায়। কিন্তু কোনো কোনো অসুখে কিছু কিছু সবজি খেতে মানা। ক্ষেত্রবিশেষে সীমিত রাখাই ভালো। আসুন জেনে নিই এ সম্পর্কে—

পালংশাক

পালংশাকে যথেষ্ট পরিমাণ মিনারেল, বিশেষ করে পটাশিয়াম থাকে। কিডনির রোগে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকলে পালংশাক না খাওয়াই ভালো।

ফুলকপি ও বাঁধাকপি

গবেষণায় দেখা গেছে, যাঁদের গলগন্ড ও হাইপোথাইরয়েডিজম আছে, ফুলকপি–বাঁধাকপি তাঁদের থাইরয়েডের আয়োডিন ব্যবহার করার ক্ষমতাকে বাধা দিতে পারে। বিশেষ করে, সালাদ হিসেবে খাওয়া যাবে না। অন্যান্য সবজির সঙ্গে সামান্য পরিমাণে খেলে ক্ষতি নেই।

ব্রকলি

ব্রকলিতে উচ্চ মাত্রার পিউরিন রয়েছে, যা রক্তে ইউরিক অ্যাসিডের উপস্থিতি বাড়াতে পারে। তাই গাউট (গেঁটে বাত) রোগীদের জন্য ব্রকলি খাওয়া সীমিত করা উচিত। ফুলকপির ব্যাপারেও একই কথা প্রযোজ্য।

গাজর

বিটা-ক্যারোটিনের চমৎকার উৎস গাজর। এটি শরীরে প্রবেশ করে ভিটামিন এ–তে রূপান্তরিত হয়। গর্ভস্থ শিশুর চোখ ও স্নায়ুতন্ত্রের বিকাশে ভিটামিন এ অপরিহার্য। তবে প্রয়োজনীয় পরিমাণের বেশি ভিটামিন এ ভ্রূণের বিকাশ ও বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।

নতুন আলু

শীত এলেই অনেকে নতুন আলুর স্বাদ নিতে ভুল করেন না। তবে যে আলুই হোক, ডায়াবেটিস রোগীরা হিসাব করে খাবেন। কারণ, আলুর গ্লাইসেমিক ইনডেক্স বেশি। রক্তের গড় শর্করা এইচবিএ১সি লেভেল ৭-এর নিচে থাকলে দিনে এক–দুই টুকরা আলু খেতে পারেন। তবে এইচবিএ১সি লেভেল ৯ বা ১০ এর ওপরে থাকলে আলু না খাওয়াই হবে বুদ্ধিমানের কাজ।

মটরশুঁটি ও মুলা

গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে থাকেন অনেকেই। এ সমস্যা যাঁদের আছে, তাঁদের মটরশুঁটি ও মুলা ছাড়া ফুলকপি, বাঁধাকপির মতো পেটে গ্যাস সৃষ্টিকারী সবজিও খুব বেশি না খাওয়াই ভালো।

  • লাজিনা ইসলাম চৌধুরীপুষ্টিবিদ, পিপলস হাসপাতাল, মালিবাগ, ঢাকা

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী