দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:৪০

আসুন, পচা অতীত নিয়ে চর্চা না করে ঐক্যবদ্ধভাবে এগোনোর রূপরেখা তৈরি করি: জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন। তেজগাঁও, ঢাকা, ৩ সেপ্টেম্বর। ছবি: বিজ্ঞপ্তি

জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার ‘রোডম্যাপ’ তৈরির আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আসুন, পচা পেছনটাকে (অতীত) পেছনে ফেলে দিই। এটা নিয়ে আর চর্চা না করি। এখন জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে কীভাবে এগোব, সেই রোডম্যাপ (রূপরেখা) তৈরি করি।’

রাজধানীর তেজগাঁওয়ের একটি রেস্তোরাঁয় আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন।

আর কোনো বিভাজন চলবে না মন্তব্য করে জামায়াতের আমির বলেন, জাতির সব স্তম্ভের হাতগুলোকে জাতীয় স্বার্থে এক জায়গায় আসতেই হবে। তিনি বলেন, ‘একটা জাতি যখন ঐক্যবদ্ধ থাকে, গোটা বিশ্ব তাদের সম্মান করতে বাধ্য হয়। আর জাতিটা যখন বিভক্ত হয়ে পড়ে, তখন তাদের মাথার ওপর স্থায়ী মাতব্বরি করে এবং এতে ওই জাতির শুধু ক্ষতির পরিমাণ বাড়ে। আজ আমাদের বড় প্রয়োজন ঐক্যের।’

এ প্রসঙ্গে শফিকুর রহমান আরও বলেন, ‘আমরা অতীতে যদি বিভক্ত হয়েই পড়ি দল-ধর্মের ভিত্তিতে…আমি বলব, এগুলো আমরা ভুলে যাই। আমরা বলতে চাচ্ছি, আমাদের এই প্রিয় দেশে যারাই জন্মগ্রহণ করবে, তিনি যে ধর্মেরই হোন, যে দলই সমর্থন করুন বা নির্দলীয় হোন—তিনি এ দেশের একজন গর্বিত মর্যাদাবান নাগরিক। এবং রাষ্ট্র সব নাগরিককে যে অধিকার দিয়েছে, তা তাঁকে করুণা হিসেবে নয়, তার অধিকার হিসেবে তাঁকে দিতে হবে। এই অধিকার প্রাপ্তির জন্য যোদ্ধা হচ্ছেন রাজনীতিবিদেরা, যোদ্ধা হচ্ছেন কলমযোদ্ধারা (সাংবাদিক)।’

শফিকুর রহমান বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, যে ব্যক্তি কিংবা জাতি পেছন (অতীত) নিয়ে কামড়াকামড়ি করে, সে পেছনে পড়ে থাকবে। আর যারা চায় এগিয়ে যাই, তাদের সামনে দেখতে হবে। এ জন্য আসুন, পচা পেছনটাকে পেছনে ফেলে দিই। এটা নিয়ে আর চর্চা না করি। এখন জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে আমরা সামনে কীভাবে এগোব, সেই রোডম্যাপ তৈরি করি সবাই মিলে।’

ছাত্রজনতার এক রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে জাতি জেগে উঠেছে বলে মন্তব্য করেন জামায়াতের আমির। তিনি বলেন, ‘এখন এই জাগ্রত জাতিকে মনজিলে পৌঁছানোর জন্য আমাদের রাত–দিন কাজ করতে হবে।’ জামায়াতের আমির তাঁদের আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, তারা হিংসার, প্রতিশোধের রাজনীতির অবসান চান। তিনি বলেন, ‘দল হিসেবে আমাদের ওপর যা করা হয়েছে, আমরা আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিলাম। দল হিসেবে আমরা কোনো প্রতিশোধ নেব না।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখা এই মতবিনিময় অনুষ্ঠান করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। মহানগর উত্তরের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় মতবিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান ও গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ফখরুদ্দিন মানিক, প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার প্রমুখ। মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কয়েকজন গণমাধ্যমকর্মী বক্তব্য দেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট