অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেন্সর বোর্ড বাতিল হয়ে চালু হয় নতুন সার্টিফিকেশন বোর্ড। এই বোর্ডের মাধ্যমে দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে ‘ভয়াল’ ছবিটি এ গ্রেডে ছাড়পত্র পায়। আজ থেকে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই সিনেমাটি, যার পরিচালনা করেছেন বিপ্লব হায়দার। ছবির প্রচারণা ইতিমধ্যেই বেশ জোরেশোরে চলছে।‘ভয়াল’ সিনেমার অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আর তার বিপরীতে গ্রামীণ কিশোরীর চরিত্রে অভিনয় করেছেন আইশা খান। ইরফান সাজ্জাদ বলেন, “দীর্ঘদিন পর আমার সিনেমা মুক্তি পাচ্ছে, তাই আনন্দিত। ছবিটির গল্প একেবারে ইউনিক, এবং লোকেশন, নির্মাণশৈলী ও অভিনয়ের মাধ্যমে দর্শক এক ভিন্ন রকম অভিজ্ঞতা পাবেন।”
আইশা খান জানান, “‘ভয়াল’ একটি আলাদা ধরনের গল্পের ছবি। পাহাড়ি পরিবেশে শুটিং করা হয়েছে এবং পুরো ইউনিট অনেক কষ্ট করেছে। প্রেম, ভালোবাসা, যন্ত্রণা—সবই পর্দায় ফুটে উঠবে। আশা করি, দর্শকরা এই সিনেমাটি ভালোভাবে গ্রহণ করবেন।”
এছাড়াও সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, ম্যাক বাদশাহসহ আরও অনেক শিল্পী।