দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন ৪৮৫ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০,৭৯৪ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় নতুন ভর্তি হয়েছেন ১৭৭ জন, ঢাকা বিভাগের ৪৬, ময়মনসিংহের ২২, চট্টগ্রামের ৩৮, খুলনার ২৫, রাজশাহীর ৪১, রংপুরের ১ এবং বরিশালের ৪ জন।
মৃত তিনজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার পর্যন্ত দেশে ৮৭,২৮১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ভর্তি আছেন ৩,০২৮ জন, তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১,২৫৫ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ১,৭৭৩ জন। চলতি বছরে ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪,৪৬৬ জন, আর ঢাকার দুই মহানগরী এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬,৩২৮ জন।
এ বছরের অক্টোবর মাসে সবচেয়ে বেশি, ৩০,৮৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১৩৫ জনের। নভেম্বরের ২৯ দিনে ভর্তি হয়েছেন ২৮,৯৭৭ জন, মৃত্যু হয়েছে ১৭০ জনের। জানুয়ারি মাসে ১,০৫৫ জন রোগী ভর্তি হয়েছিলেন, যার মধ্যে ১৪ জন মারা যান। ফেব্রুয়ারিতে ভর্তি হন ৩৩৯ জন, মৃতের সংখ্যা ছিল ৩। মার্চে ভর্তি ৩১১, মৃত্যু ৫, এবং এপ্রিল মাসে ৫০৪ জন ভর্তি হয়ে ২ জন মারা যান। মে মাসে ভর্তি হন ৬৪৪ জন, মৃত্যু হয় ১২ জনের, এবং জুনে ভর্তি ৭৯৮ জন, মৃত্যু ৮ জনের। জুলাই মাসে ২,৬৬৯ জন রোগী ভর্তি হন, ১২ জন মারা যান, এবং আগস্টে ৬,৫২১ জন ভর্তি হয়ে মৃত্যু হয় ২৭ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি ও মৃত্যুর তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩,২১,১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং ডেঙ্গুতে সর্বোচ্চ ১,৭০৫ জনের মৃত্যু হয়।