দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৯, ২০২৪ ২৩:২৯

চশমার যত্ন

চশমা এখন শুধু প্রয়োজন মেটানোর মাধ্যম নয়, বরং ফ্যাশনের ট্রেন্ডেও গুরুত্বপূর্ণ। ডাক্তার দেখিয়ে নিজের প্রয়োজন অনুযায়ী পছন্দের ফ্রেমে এখন অনেকেই নিজেদের স্টাইল রাঙিয়ে নিচ্ছেন। তবে, ফ্যাশনেবল এই চশমাগুলোর যত্নও নিতে হবে।এক সময় চশমা শুধুমাত্র চোখের সমস্যা সমাধান করত, কিন্তু বর্তমানে এটি ফ্যাশনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এখন অনেকেই পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে চশমার ফ্রেম বেছে নেন। কেউ কেউ আবার হ্যালো কিটি বা অন্যান্য স্টাইলিশ ফ্রেমও পছন্দ করছেন। তবে চশমার বাহার যেমনই হোক, এর সঠিক যত্নও অত্যন্ত জরুরি।

 

**চশমা পরিষ্কার রাখার কিছু টিপস:**

 

– **প্রতিদিন পরিষ্কার করুন:** যারা নিয়মিত চশমা পরেন, তাদের জন্য চশমা পরিষ্কার রাখা গুরুত্বপূর্ণ। সপ্তাহে অন্তত একবার গরম পানিতে সামান্য লিকুইড সাবান মিশিয়ে চশমা ধুয়ে নিন।

 

– **ভুল ক্লিনিং উপাদান এড়িয়ে চলুন:** চশমা পরিষ্কার করতে কখনোই অ্যামোনিয়া, ব্লিচ, ভিনেগার বা উইন্ডো ক্লিনার ব্যবহার করবেন না। এসব উপাদান লেন্স ও কোটিংয়ের ক্ষতি করতে পারে।

 

– **লেন্স ক্লিনার স্প্রে ব্যবহার করুন:** বাজারে লেন্স ক্লিনার স্প্রে পাওয়া যায়, যা দিয়ে সহজেই চশমা পরিষ্কার করা যায়।

 

– **সুতি কাপড় দিয়ে মুছুন:** চশমা ধোয়ার পর একটি নরম সুতি বা মাইক্রোফাইবার কাপড় দিয়ে আলতোভাবে লেন্স ও ফ্রেম মুছে নিন। এ সময় টিস্যু পেপার বা গামছা ব্যবহার করবেন না, কারণ এতে স্ক্র্যাচ পড়ে যেতে পারে।

 

– **নোজ প্যাড পরিষ্কার করুন:** নোজ প্যাড পরিষ্কার করতে একটি কটন বাড কিনিং সলিউশনে ডুবিয়ে দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করুন।

 

– **সঠিকভাবে সংরক্ষণ করুন:** চশমা পরার পর সেটি একটি হার্ড শেল কেসে রাখুন। এক হাতে চশমা খুলে ফেলে দিবেন না, দুই হাতে খুলুন। লেন্স কখনো নিচে রাখবেন না, কারণ এতে লেন্সে স্ক্র্যাচ পড়তে পারে।

 

– **চশমার শেপ রক্ষা করুন:** মাথার ওপরে চশমা তুলে রাখবেন না, এতে ফ্রেমের শেপ নষ্ট হতে পারে।

 

**টিপস:**

 

– **ফ্রেমের সঠিক নির্বাচন:** যারা নিয়মিত চশমা পরেন, তাদের জন্য সেলুলয়েড বা প্লাস্টিকের ফ্রেম ভালো।

 

– **প্লাস্টিকের লেন্স ব্যবহার করুন:** বিশেষ করে শিশুদের জন্য প্লাস্টিকের লেন্স ব্যবহার করা নিরাপদ।

 

– **অতিরিক্ত চশমা রাখুন:** একাধিক চশমা রাখা ভাল, প্রয়োজনে কাজে লাগবে।

 

– **রেগুলার চশমা অ্যাডজাস্টমেন্ট:** প্রতি তিন মাস অন্তর চশমা অ্যাডজাস্ট করে নিন। স্ক্রু ঢিলে হলে বা ফ্রেম বেঁকে গেলে চশমাটি সারিয়ে নিন।

 

**লেখা: সাদিয়া সারা**

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ