আলঝেইমারস হলো মস্তিষ্কের ক্ষয়জনিত একটি নিঃশব্দ ঘাতক রোগ, যা সাধারণত ডিমেনশিয়ার প্রধান কারণ হিসেবে দেখা যায়। ১৯০৬ সালে জার্মান নিউরোলজিস্ট অ্যালিয়স আলঝেইমারস প্রথম এই রোগটি আবিষ্কার করেন। এটি একটি অগ্রগতিশীল শারীরিক রোগ, যার মানে হলো সময়ের সঙ্গে সঙ্গে মস্তিষ্কের আরও অংশ ক্ষতিগ্রস্ত হতে থাকে।সাধারণত ৬৫ থেকে ৮৫ বছর বয়সের মানুষ এ রোগে ভোগেন, তবে কম বয়সী ব্যক্তিদের মধ্যেও এটি হতে পারে। পুরুষ ও মহিলা উভয়েরই ডিমেনশিয়া হতে পারে। বর্তমানে বিজ্ঞানীরা ডিমেনশিয়ার বংশগত দিকগুলি পরীক্ষা করছেন এবং কিছু বিরল ক্ষেত্রে এটি বংশগত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডিমেনশিয়া জন্ম নেওয়ার কারণগুলো সম্পর্কে এখনও আমাদের কাছে নিশ্চিত তথ্য নেই, যা প্রতিরোধ ব্যবস্থার খোঁজে বাধা হয়ে দাঁড়ায়। তবে গবেষণায় দেখা গেছে যে, স্বাস্থ্যকর খাবার, নিয়মিত ব্যায়াম, ধূমপান থেকে বিরত থাকা, চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলা এবং মানসিকভাবে সক্রিয় থাকার মাধ্যমে ভাসকুলার ডিমেনশিয়া ও আলঝেইমারসের ঝুঁকি কমানো সম্ভব হতে পারে।