দ্যা নিউ ভিশন

শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘাত এড়াতে ৯টি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়েছিল, যার ফলে কিছু প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় এবং ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘাত এড়াতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা শিক্ষা বিষয়ক না হয়ে বিভিন্ন অন্যথিত ইস্যুতে সভা ও মিছিলে অংশগ্রহণ করছে, যার ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং কোমলমতি শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে।

 

এমন পরিস্থিতি মোকাবিলায় শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে, যাতে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে মনোযোগী রাখা যায় এবং তাদের কো-কারিকুলার কার্যক্রমে ব্যাপকভাবে সম্পৃক্ত করা হয়। এ উদ্দেশ্যে ৯টি কার্যক্রমের একটি নমুনা তালিকা প্রকাশ করা হয়েছে, যা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কার্যকরী করা হবে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে:

 

১. শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা পরিচ্ছন্নতা অভিযান।

২. ‘বিজয়ের ৩৬ জুলাই’ থিমে গ্রাফিতি অঙ্কন ও নির্বাচিত গ্রাফিতির জন্য পুরস্কার প্রদান।

৩. ‘ক্রান্তিকালে তারুণ্য দুর্জয়’ থিমে থিম সং তৈরি ও শ্রেষ্ঠ থিম সংয়ের পুরস্কৃত করা।

৪. গার্লস স্কুল ও কলেজে পারসোনাল হাইজিন বিষয়ক প্রশিক্ষণ।

৫. জাতীয় দিবসে আনুষ্ঠানিক তারুণ্য কুচকাওয়াজ (বিএনসিসি, স্কাউট ও রোভারের সহযোগিতায়)।

৬. ‘জুলাই বিপ্লব—কি, কেন, কীভাবে’ বিষয়ে আলোচনা সভা।

৭. ‘তরুণ চোখে নৈসর্গ দর্শন’ বিষয়ক দলবদ্ধ ভ্রমণ।

৮. শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রিকেট, ভলিবল ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন।

৯. তরুণ উদ্যোক্তা হিসেবে আগ্রহী করতে ‘জেন-জেড এন্ট্রাপ্রেনিউর’ শীর্ষক বির্তক প্রতিযোগিতা।

 

এই নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষামুখী পরিবেশ তৈরির জন্য পদক্ষেপ নিতে হবে এবং অভিভাবকদেরও সম্পৃক্ত করতে হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

আজকের ভয়াল মুক্তি”

অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেন্সর বোর্ড বাতিল হয়ে চালু

মুভমেন্ট ডিজঅর্ডার

আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ করতে গিয়ে শরীরের নড়াচড়া সহজভাবে