বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) দেশের আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে সতর্কতা জারি করেছে। গতকাল বৃহস্পতিবার ইউজিসির একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব বিশ্ববিদ্যালয় অবৈধভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে অথবা ভর্তি কার্যক্রম অনিয়মের কারণে বন্ধ রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে শিক্ষার্থীরা প্রতারিত হতে পারেন এবং পরবর্তীতে আইনগত সমস্যায় পড়লে তার দায় ইউজিসি নেবে না। অবৈধ ক্যাম্পাস এবং অনিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালনার কারণে তিনটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম বন্ধ রয়েছে। এই বিশ্ববিদ্যালয়গুলো হলো—ইবাইস ইউনিভার্সিটি, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি, এবং দি ইউনিভার্সিটি অব কুমিল্লা।
এছাড়া, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখা হয়েছে। ইউজিসি জানায়, বিশ্ববিদ্যালয়টি নির্ধারিত সময়ে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে। তাছাড়া, সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রয়েছে, কারণ বোর্ড অব ট্রাস্টিজ গঠনে জটিলতা ও মামলা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এবং কুইন্স ইউনিভার্সিটিতেও নানা কারণে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ থাকবে।
ইউজিসি পরামর্শ দিয়েছে, শিক্ষার্থীদের শুধুমাত্র ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয়গুলোর অনুমোদিত ক্যাম্পাসে এবং প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য ইউজির ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করতে।