দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৮, ২০২৪ ২১:৪৯

ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক ও শিক্ষার্থীরা

ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি মাহতাব উদ্দিন কলেজের মূল ভবনে দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে পাঠদানসহ অভ্যন্তরীণ পরীক্ষা এবং বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের সরকারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই কলেজে মোট ৭টি ভবন আছে, যার মধ্যে ৫টি দ্বিতল ভবন, ১টি অডিটোরিয়াম এবং ২টি একতলা ভবন। তবে বর্তমানে সচল ভবনের সংখ্যা মাত্র ৩টি, যা শিক্ষার কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হয়।১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের মূল ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। ভবনের পলেস্তারা খসে পড়ছে, বিমের রড বের হয়ে গেছে। শিক্ষার্থীরা এই ভবনে ক্লাস করতে গিয়ে সব সময় আতঙ্কে থাকেন, কারণ যেকোনো সময় ভবন ভেঙে পড়তে পারে। এ অবস্থায় শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন।

 

### ভবনের অবস্থা:

মূল পুরাতন ভবনটি অত্যন্ত জরাজীর্ণ, যেখানে মোট ১৬টি কক্ষ আছে। শিক্ষক ও ছাত্রী কমনরুম, পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ এবং লাইব্রেরি রয়েছে। ভবনটির বেশিরভাগ কক্ষ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এলজিইডি প্রকৌশলী এবং তৎকালীন জেলা প্রশাসক প্রায় চার বছর আগে এই ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিলেন।

 

### শিক্ষার্থীদের উদ্বেগ:

কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী প্রত্যায় খান শিজু জানিয়েছেন, ভবনের অবস্থা খুবই নাজুক, ক্লাস করতে ভয় লাগে। অন্য শিক্ষার্থীদের অভিভাবকরাও একই উদ্বেগ প্রকাশ করেছেন।

 

### শিক্ষকদের মতামত:

কলেজের সহকারী অধ্যাপক মো. আকতারুল ইসলাম বলেন, মূল ভবনের অবস্থা এতটাই খারাপ যে, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বারবার আবেদন করেও নতুন ভবন পাওয়া যায়নি। বর্তমানে বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবনেই পাঠদান এবং পরীক্ষা কার্যক্রম চালাতে হচ্ছে।

 

### অধ্যক্ষের বক্তব্য:

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোজ কান্তি বিশ্বাস জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ভবনের অবস্থা জরাজীর্ণ। জেলা প্রশাসক ভবন পরিদর্শন করে পরিত্যক্ত ঘোষণার পরামর্শ দিয়েছেন। নতুন ভবনের জন্য বারবার আবেদন করা হলেও কোনো সাড়া মেলেনি।

 

### উপজেলা নির্বাহী কর্মকর্তার মতামত:

উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি তিনি জানতেন না, তবে এখন জানতে পেরেছেন। তিনি কলেজটির অধ্যক্ষের সাথে কথা বলবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

 

সরকারি মাহতাব উদ্দিন কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা এখন নতুন ভবনের জন্য সরকারের আশু পদক্ষেপ কামনা করছেন। ভবন নির্মাণ না হলে শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি থেকেই যাবে।

 

আপনার কি এ বিষয়ে আরও কিছু জানার ইচ্ছা করছে? 😊

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

আশাবাদী রওনক

আগামী ৬ই ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রওনক হাসান অভিনীত সিনেমা