দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৮, ২০২৪ ২১:৫০

সংগীত, শারীরিক শিক্ষা ও চারুকলার শিক্ষক পাবে প্রাথমিক বিদ্যালয়

আগামী বছর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সংগীত, শারীরিক শিক্ষা এবং চারুকলার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে প্রায় ২০ হাজার সহকারী শিক্ষকের পদ সৃষ্টি করা হচ্ছে। এছাড়া পঞ্চম শ্রেণিতে পুনরায় বৃত্তি চালু, প্রাক-প্রাথমিক শিক্ষাকে দুই বছর করা, শিশুকল্যাণ ট্রাস্ট সচল করা এবং মিড-ডে মিলের মাধ্যমে শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

### পরিকল্পিত পদক্ষেপসমূহ:

1. **নতুন শিক্ষক নিয়োগ:** সংগীত, শারীরিক শিক্ষা এবং চারুকলার জন্য প্রায় ২০ হাজার নতুন সহকারী শিক্ষকের পদ সৃষ্টি করা হচ্ছে। এর মধ্যে ৯,৫৭২টি সহকারী প্রধান শিক্ষকের পদ ইতিমধ্যে অনুমোদন পেয়েছে, যা সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে।

2. **বৃত্তি পরীক্ষা চালু:** আগামী বছর থেকে পঞ্চম শ্রেণিতে পুনরায় বৃত্তি পরীক্ষা নেওয়া হবে।

3. **প্রাক-প্রাথমিক শিক্ষা:** প্রাক-প্রাথমিক শিক্ষা এক বছরের পরিবর্তে দুই বছর করা হচ্ছে।

4. **শিশুকল্যাণ ট্রাস্ট সচল করা:** অবহেলিত বা পথশিশুদের জন্য পরিচালিত স্কুলগুলো সচল করা হচ্ছে।

5. **মিড-ডে মিল:** বিদ্যালয়ের ২ কোটিরও বেশি শিক্ষার্থীর জন্য পুষ্টিকর খাবার দেওয়া হবে।

 

### শিক্ষার মান উন্নয়নে উদ্যোগ:

বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার ৯৮ শতাংশ হলেও শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্বব্যাংকের জরিপ অনুযায়ী, বাংলাদেশের ৬৫ শতাংশ শিক্ষার্থী বাংলায় পড়তে পারে না। ইংরেজি ও গণিতে দুর্বলতা তার চেয়েও বেশি। এ সমস্যা সমাধানে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বড় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

### নতুন নিয়োগ ও প্রশিক্ষণ:

প্রায় ২০ হাজার নতুন সহকারী শিক্ষকের পদ সৃষ্টি করা হচ্ছে, যার মধ্যে ৫,১৬৬টি সংগীত ও শারীরিক শিক্ষার জন্য এবং ৫ হাজারের অধিক চারুকলার শিক্ষকের পদও সৃষ্টি করা হবে।

 

### স্কুলের উন্নয়ন:

কক্সবাজার ও বান্দরবান জেলার প্রাক-প্রাথমিক বিদ্যালয়গুলোর মান উন্নয়নের পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঢাকার মেট্রোপলিটন অঞ্চলে ৩৫৬টি পুরোনো প্রাথমিক বিদ্যালয়কে নতুন করে নির্মাণ ও আধুনিক করা হবে।

 

### মন্ত্রণালয়ের বক্তব্য:

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘সরকার প্রাথমিক শিক্ষায় আমূল পরিবর্তন আনতে চায়। নতুন পদ সৃষ্টি, নতুন শিক্ষক নিয়োগ ও শিক্ষার মান উন্নয়নে বিশেষজ্ঞদের নিয়ে কাজ করা হচ্ছে। শিক্ষার্থীদের মিড-ডে মিলে ভালো খাবার, আধুনিক বিদ্যালয় ভবন ও শিক্ষকদের বেতন বৃদ্ধি সহ আরও অনেক নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’

 

এই উদ্যোগগুলি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সহায়ক হবে এবং শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

 

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

আশাবাদী রওনক

আগামী ৬ই ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রওনক হাসান অভিনীত সিনেমা