দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৮, ২০২৪ ২০:৫১

প্রসাধনী ব্যবহারের আগে যা জানতে হবে

সৌন্দর্যবর্ধনে প্রসাধনী ব্যবহারে পরিমাণ ও প্রণালি নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। অতিরিক্ত পণ্য ব্যবহারে ত্বকের উপকার পাওয়া যায় না, বরং ক্ষতির কারণ হতে পারে। আবার প্রয়োজনের তুলনায় কম ব্যবহারে কার্যকারিতার ঘাটতি হতে পারে। বিশেষজ্ঞরা বলেন, প্রসাধনীগুলির প্যাকেটে থাকা নির্দেশনা ভালোভাবে পড়া উচিত।

 

#### ক্লিনজার:

ক্লিনজার দুই ধরনের হয়: একটি মেকআপ রিমুভ করে এবং অন্যটি সাধারণ ক্লিনজার। মেকআপ রিমুভালের জন্য ক্লিনজিং বাম বা অয়েল অল্প অল্প করে ব্যবহার করুন যতক্ষণ পর্যন্ত না পুরো মেকআপ উঠে যায়। ডাবল ক্লিনজিং সিস্টেমে এরপর জেল বা ফোমিং ক্লিনজার ব্যবহার করুন। এক পাম্প বা কয়েন সাইজ পরিমাণ যথেষ্ট।

 

#### টোনার বা এসেন্স:

টোনার বা এসেন্স সরাসরি হাতে ঢেলে মুখে ব্যবহার করুন। স্প্রে বোতলে থাকলে পাঁচ থেকে ছয়বার স্প্রে করুন। মাইসেলার ওয়াটার ব্যবহারের ক্ষেত্রে রিইউজেবল কটন প্যাড ব্যবহার করুন।

 

#### এক্সফোলিয়েটর:

কেমিক্যাল এক্সফোলিয়েন্ট ব্যবহারে নতুন হলে পাতলা লেয়ার দিয়ে শুরু করুন। ফিজিক্যাল এক্সফোলিয়েটরের ক্ষেত্রে একবার চাপ দিলে যতটুকু বের হয় ততটুকুই যথেষ্ট।

 

#### সেরাম:

টোনার ভেজা অবস্থায় থাকলে অল্প সেরাম নিন। রেটিনল পি-সাইজ পরিমাণ হলেই যথেষ্ট। ড্রপার ফর্মে থাকা সেরামের পাঁচ থেকে ১০ ফোঁটা যথেষ্ট।

 

#### আই ক্রিম:

পি-সাইজ পরিমাণ আই ক্রিম দুই চোখের জন্য যথেষ্ট। শুধু চোখের নিচে নয়, ওপর এবং চারপাশেও মাখুন।

 

#### ময়েশ্চারাইজার:

এক বা দুই মিলিগ্রাম ময়েশ্চারাইজার প্রতি স্কয়ার সেন্টিমিটার ত্বকের জন্য জরুরি। এক ডাইম থেকে নিকেল সাইজ পরিমাণের ময়েশ্চারাইজার পুরো মুখের জন্য যথেষ্ট। শুষ্ক ত্বকের জন্য একটু বেশি ময়েশ্চারাইজার প্রয়োজন।

 

#### সানস্ক্রিন:

প্রতি স্কয়ার সেন্টিমিটার ত্বকের জন্য দুই মিলিগ্রাম সানস্ক্রিন প্রয়োজন। এক আউন্স সমপরিমাণ সানস্ক্রিন মুখ ও দেহের খোলা অংশে মাখুন।

 

**তথ্যসূত্র:** স্টাইলক্রেজ

 

আপনার কি আর কিছু জানার আছে? 😊

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

আশাবাদী রওনক

আগামী ৬ই ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রওনক হাসান অভিনীত সিনেমা