দ্যা নিউ ভিশন

সাত সন্তান ঘুমিয়ে থাকাকালীন, সেই সময়েই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পান হামলার হুমকির খবর।

ডোনাল্ড ট্রাম্পছবি: রয়টার্স ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগপ্রাপ্ত পিট হেগসেথ গতকাল বুধবার সন্ধ্যায় জানিয়েছেন যে, তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে পাইপ বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি বলেন, “সকালে পুলিশ আমাদের বাড়িতে এসে জানায় যে, তাঁরা বিশ্বাসযোগ্য সূত্র থেকে জানতে পেরেছেন যে আমার এবং আমার পরিবারের ওপর পাইপ বোমা হামলা হতে পারে। আমাদের সাত সন্তান তখনো ঘুমাচ্ছিল। তবে এখন সবাই নিরাপদ আছি এবং হুমকিটি দূর করা হয়েছে।”

এ ঘটনা শুধু পিট হেগসেথের ক্ষেত্রেই নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নবনির্বাচিত মন্ত্রিপরিষদ এবং প্রশাসনে নিয়োগপ্রাপ্ত বেশ কয়েকজন ব্যক্তিও হামলার হুমকি পেয়েছেন। ট্রাম্পের ক্ষমতা হস্তান্তরপ্রক্রিয়া তদারক দলের (ট্রানজিশন টিম) মুখপাত্র ক্যারোলাইন লেভেট জানিয়েছেন, গত মঙ্গলবার রাতে এবং গতকাল সকালে এসব হুমকি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “যারা এসব হুমকি পেয়েছেন, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে।”

এছাড়া, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের নতুন দূত হিসেবে নিয়োগ পাওয়ার জন্য মনোনীত এলিস স্টেফানিক এবং পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান হিসেবে নিয়োগ পেতে যাওয়া লি জেলডিনও আলাদা আলাদা বিবৃতিতে বোমা হামলার হুমকি পাওয়ার বিষয়টি জানিয়েছেন।

ফেডারেল এফবিআইয়ের মুখপাত্র বলেছেন, “এমন অসংখ্য হুমকি ও সোয়াটিংয়ের খবর আমরা পেয়েছি। এসব ঘটনা প্রমাণ করছে যে, নির্বাচিত কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানির চেষ্টা ক্রমাগত বাড়ছে।”

এদিকে, সাবেক রিপাবলিকান কংগ্রেস সদস্য ম্যাট গেটজের পরিবারও বোমা হামলার হুমকির শিকার হয়েছে। যদিও তার বিরুদ্ধে কিছু পাওয়া যায়নি, তবে তল্লাশি অব্যাহত রাখা হয়েছে।

হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রশাসন রাজনৈতিক সহিংসতার হুমকির ব্যাপারে কঠোর নিন্দা জানিয়েছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

আশাবাদী রওনক

আগামী ৬ই ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রওনক হাসান অভিনীত সিনেমা