দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৮, ২০২৪ ১৭:২৯

শিশুর ডেঙ্গুজ্বরের লক্ষণ বুঝে চিকিৎসা নিন

বর্ষাকালে ডেঙ্গুজ্বরের প্রকোপ বাড়ে। তবে এই নভেম্বরে প্রকৃতিতে হেমন্ত ঋতু অর্থাৎ শীত চলে এলেও ডেঙ্গুজ্বরের প্রকোপ কমছে তো না-ই, বরং আরও বেড়ে গেছে। প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে এবং অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছে। মনে রাখতে হবে, ডেঙ্গুজ্বর সবসময় একইভাবে প্রকাশ পায় না। অনেকের ক্ষেত্রে লক্ষণ হালকা হয়, আবার অনেকের ক্ষেত্রে গুরুতর হয়ে দেখা দেয়।

 

#### ডেঙ্গুজ্বরের সাধারণ লক্ষণসমূহ:

– **প্রবল জ্বর:** শরীরের তাপমাত্রা ১০৪ ফারেনহাইট বা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উঠতে পারে।

– **মাথাব্যথা:** তীব্র মাথাব্যথা।

– **মাংসপেশি ও হাড়ে ব্যথা:** গাঁটে গাঁটে এবং পেশিতে ব্যথা।

– **ফুসকুড়ি:** ত্বকে র‍্যাশ।

– **ক্লান্তি:** প্রচণ্ড ক্লান্তি।

 

#### গুরুতর লক্ষণসমূহ:

– **তীব্র জ্বর:** ১০২-১০৪ ডিগ্রি ফারেনহাইট।

– **তীব্র মাথাব্যথা:** চোখের পেছনে ব্যথা।

– **মাংসপেশি ও হাড়ে ব্যথা:** বিশেষ করে হাঁটু ও কনুইয়ের সংযোগস্থলে।

– **তীব্র বমিভাব ও খাবারে অরুচি:** প্রচণ্ড খাবারে অরুচি ও বমিভাব।

– **মাথা ঘোরা ও দুর্বলতা:** মাথা ঘোরা বা দুর্বলতা অনুভব।

 

#### চিকিৎসার উপায়:

– **পানিশূন্যতা দূরীকরণ:** শরীরে পানিশূন্যতা দূর করতে পর্যাপ্ত পানি পান করান।

– **শিরায় স্যালাইন:** নির্দিষ্ট ও নিয়ন্ত্রিত মাত্রায় শিরায় স্যালাইন দেওয়া।

– **ডাক্তার দেখানো:** লক্ষণগুলি অব্যাহত থাকলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া।

– **প্লাটিলেট সংখ্যা:** প্লাটিলেট-সংক্রান্ত জটিলতা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেওয়া।

 

#### প্রতিরোধের উপায়:

– **জলাবদ্ধতা নিরসন:** জলাবদ্ধতা রোধ করে মশার প্রজনন স্থান নির্মূল করা।

– **তিনদিনের বেশি পানি জমিয়ে না রাখা।**

– **লম্বা হাতার পোশাক পরা।**

– **মশারোধী ক্রিম ব্যবহার:** বাজারে পাওয়া কিছু মশারোধী ক্রিম ব্যবহার করা।

– **কার্যকরী টিকা:** ডেঙ্গুর কার্যকরী টিকা এখনও সহজলভ্য নয়।

 

লেখক: সহযোগী অধ্যাপক, শিশু ও নবজাতক বিভাগ, ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ, ঢাকা

 

চেম্বার: আলোক হেলথকেয়ার, মিরপুর-১, ঢাকা। হটলাইন: ১০৬৭২

 

আপনি কি ডেঙ্গুর লক্ষণ ও প্রতিরোধ সম্পর্কে আরও কিছু জানতে চান?

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে ‘গেটওয়ে টু ইউকে এডুকেশন ২০২৪ সিম্পোজিয়াম’ অনুষ্ঠিত

ব্রিটিশ কাউন্সিল সম্প্রতি রাজধানীর ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে ‘গেটওয়ে