প্রতিপক্ষের একমাত্র উইকেটটা তিনিই নিয়েছেন। এরপর ব্যাট হাতে ৪ চার ও ১ ছক্কায় ১৯ বলে ২৯ রানে অপরাজিত, যা দলের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ।
কিন্তু সাকিব আল হাসানের এই অলরাউন্ড নৈপুণ্য কোনো কাজেই এল না। আবুধাবি টি–১০ লিগে আজমান বোল্টসের কাছে আজ সাকিবের বাংলা টাইগার্স হেরে গেল ৩১ রানে। পাঁচ ম্যাচে এটি সাকিবদের তৃতীয় হার আর আজমান বোল্টসের দ্বিতীয় জয়।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ১০ ওভারে ১ উইকেটে ১৩৩ রান করেছিল আজমান বোল্টস। লক্ষ্য তাড়ায় বাংলা টাইগার্স ৬ উইকেট হারিয়ে ১০২ রানের বেশি করতে পারেনি। এই হারে ১০ দলের টুর্নামেন্টের পয়েন্ট তালিকায় পাঁচে নেমে গেল চট্টগ্রামের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি।
বাংলা টাইগার্স অধিনায়ক সাকিব টস জিতলেও আজমান বোল্টসকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন। কিন্তু তাঁর সিদ্ধান্ত ভুল প্রমাণ করেন অ্যালেক্স হেলস। উদ্বোধনী জুটিতে শেভন ড্যানিয়েলের সঙ্গে ৭৭ রান তোলেন হেলস। এরপর জিমি নিশামের সঙ্গে যোগ করেন আরও ৫৬ রান। ইংল্যান্ডের হয়ে ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া হেলস ৬টি করে চার ও ছক্কায় ৩০ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতে।
আজমান ইনিংসের চতুর্থ ওভারে প্রথমবার বোলিংয়ে আসেন সাকিব। সেই ওভারে কোনো বাউন্ডারি হজম না করে দেন ৮ রান। ষষ্ঠ ওভারে নিজের বোলিং কোটা পূরণ করতে এসে শুরুতেই দেন বিশাল ওয়াইড। লেগ স্টাম্পের অনেক বাইরে দিয়ে যাওয়া সেই বল বাংলা টাইগার্স উইকেটকিপার মোহাম্মদ শাহজাদ ধরতে ব্যর্থ হলে ওয়াইড থেকেই আসে ৫ রান। তবে ওভারের পরের বলগুলো থেকে দেন মাত্র ৪ রান; তৃতীয় বলে ড্যানিয়েলকে এলবিডব্লুর ফাঁদেও ফেলেন।
২ ওভারে সাকিব দিয়েছেন ১৭ রান। বাংলা টাইগার্স বোলারদের মধ্যে তিনিই সবচেয়ে কম মার খেয়েছেন। বাকি পাঁচ বোলারের প্রত্যেকের ইকোনমি রেট ১০–এর ওপর। আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান ছিলেন আরও খরুচে—২ ওভারে দিয়েছেন ৩০ রান।
লক্ষ্য তাড়ায় সাকিব ছাড়া বাংলা টাইগার্সের কোনো ব্যাটসম্যান ৯ বলের বেশি টিকতে পারেননি। দলটি একপর্যায়ে ৭১ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে। ছয়ে নামা সাকিবের ১৯ বলে ২৯ রানের সুবাদে বাংলা টাইগার্স ১০০–এর গণ্ডি পেরিয়ে শুধু হারের ব্যবধান কমিয়েছে।
সাকিবের দলের পরের ম্যাচ আগামীকাল বিকেল সাড়ে ৫টায় ডেকান গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর
আজমান বোল্টস: ১০ ওভারে ১৩৩/১
(হেলস ৭৫*, ড্যানিয়েল ২৭, নিশাম ২০*; সাকিব ১/১৭)।
বাংলা টাইগার্স: ১০ ওভারে ১০২/৬
(সাকিব ২৯*, ইফতিখার ২১, জাজাই ১৭; মহসিন ২/২৪)।
ফল: আজমান বোল্টস ৩১ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: অ্যালেক্স হেলস।