দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:২৫

ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ তরুণ শিক্ষার্থীদের জন্য নতুন প্রোগ্রাম চালু করেছে।

দেশের তরুণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ভিত্তি আরও শক্তিশালী করতে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি) প্রথমবারের মতো চালু করেছে ইউসিবি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ইয়ার প্রোগ্রাম (ইউআইএফওয়াই)। এক বছর মেয়াদি এই প্রি-ইউনিভার্সিটি প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং আয়ারল্যান্ডের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার প্রাথমিক প্রস্তুতি নিতে পারবে।

 

এসএসসি, ও-লেভেল, এ-লেভেল অথবা এইচএসসি পাস করা শিক্ষার্থীরা ইউআইএফওয়াই প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। গত ২৫ আগস্ট এই প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয় এবং ৫ সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবেন। ওরিয়েন্টেশনে প্রোগ্রাম সমন্বয়ক অভিষেক চক্রবর্তী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ইউআইএফওয়াই সম্পর্কে বিস্তারিত তথ্য দেন। একাডেমিক অভিজ্ঞতা আরও উন্নত করতে এই সময় লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, ইউসিবি মুডল, এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক নীতি সম্পর্কে ধারণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির ডিন অব একাডেমিক অ্যাফেয়ার্স অধ্যাপক মুহাম্মদ ইসমাইল হোসেন এবং প্রেসিডেন্ট ও প্রভোস্ট অধ্যাপক হিউ গিল।

 

ইউআইএফওয়াই প্রোগ্রামটি শিক্ষার্থীদের জন্য একাডেমিক ক্যারিয়ারে অগ্রগতির একটি দারুণ সুযোগ এনে দিয়েছে। এর মাধ্যমে তাদের ইংরেজি ভাষা, গবেষণা এবং শিক্ষাগত দক্ষতা উন্নত হবে এবং পছন্দের বিষয়ে উচ্চশিক্ষা শুরু করার আগে গুরুত্বপূর্ণ ধারণা অর্জনের সুযোগ পাবে।

 

ইউসিবির প্রেসিডেন্ট ও প্রভোস্ট অধ্যাপক হিউ গিল জানান, ইউআইএফওয়াই প্রোগ্রাম চালু করতে পেরে তারা আনন্দিত। তিনি বলেন, “ইউনিভার্সিটি অব ডার্বি, বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি, ন্যাশনাল কলেজ অব আয়ারল্যান্ডসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে এই প্রোগ্রাম শিক্ষার্থীদের এগিয়ে রাখবে। আমরা আশা করছি, ভবিষ্যতে আরও অনেক তরুণ এই প্রোগ্রাম বেছে নেবে।”

 

বর্তমানে ইউআইএফওয়াই প্রোগ্রামের অধীনে শিক্ষার্থীরা কম্পিউটিং, ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, হায়ার ফাইন্যান্স, হেলথ সায়েন্সেস এবং বিজনেস বিষয়ে পাথওয়ে সুবিধা পাচ্ছেন। ইউআইএফওয়াই প্রোগ্রাম সম্পর্কে আরও তথ্য ইউসিবির ওয়েবসাইটে পাওয়া যাবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট