দ্যা নিউ ভিশন

দুদকের মামলা থেকে অব্যাহতি পেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ বুধবার এ আদেশ দেন।

দুদক সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গোলাম পরওয়ারের বিরুদ্ধে ৯ লাখ ৩০ হাজার ৪৭৩ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছিল।

গোলাম পরোয়ারের আইনজীবী আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৭ সালের ১২ এপ্রিল রমনা থানায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে মামলাটি তদন্ত করে অভিযোগের সত্যতা না পাওয়ায় চলতি বছরের ৩ সেপ্টেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় দুদক। আদালত আজ বুধবার দুদকের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মামলা থেকে মিয়া গোলাম পরওয়ারকে অব্যাহতির আদেশ দেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

জানুয়ারিতে টি-টোয়েন্টি লিগের ছড়াছড়ি, বিপিএলের সঙ্গে আরও ৪ টুর্নামেন্ট

ক্রিকেটকে বাণিজ্যিকীকরণ করে ফেলার পর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগগুলো বছরের অনেকটা