দ্যা নিউ ভিশন

কর ফাঁকির মামলা থেকে খালাস পেয়েছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

১৬ বছর আগে করা কর ফাঁকির মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার বিশেষ জজ আদালত-১০–এর বিচারক রেজাউল করিম আজ বুধবার এ আদেশ দেন।

এ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ মোয়াজ্জম হোসেন প্রথম আলোকে বলেন, ২০০৮ সালে করা কর ফাঁকির মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত। বছরের পর বছর মামলাটি ঝুলে থাকলেও কোনো সাক্ষী আদালতে হাজির করেনি রাষ্ট্রপক্ষ। তিনি পিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর একজন সাক্ষীকে আদালতে হাজির করেন।

আইনজীবী ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কর ফাঁকি দেওয়ার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২০০৮ সালের ২৮ জুলাই মামলা করেন ঢাকার কর অঞ্চল-৬–এর তৎকালীন উপ–কর কমিশনার সামিয়া আক্তার। মামলায় তাঁর বিরুদ্ধে ২৬ লাখ টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ আনা হয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

জানুয়ারিতে টি-টোয়েন্টি লিগের ছড়াছড়ি, বিপিএলের সঙ্গে আরও ৪ টুর্নামেন্ট

ক্রিকেটকে বাণিজ্যিকীকরণ করে ফেলার পর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগগুলো বছরের অনেকটা