দ্যা নিউ ভিশন

খুশকির সমস্যায় কার্যকর ৪টি ভেষজ সমাধান

খুশকির সমস্যা চুলের স্বাস্থ্যের ক্ষেত্রে একটি বড় সমস্যা। আগে শীতকালের শুষ্ক আবহাওয়ায় এটি বৃদ্ধি পেলেও, বর্তমানে মাত্রাতিরিক্ত দূষণের কারণে সারা বছরই খুশকির সমস্যা দেখা দেয়। এটি চুল পড়া, রুক্ষ চুল ও স্ক্যাল্প ইনফেকশনের কারণ হতে পারে। বাজারে নানা ধরনের শ্যাম্পু ও লোশন পাওয়া গেলেও, রাসায়নিক উপাদানের কারণে সেগুলো চুলের ক্ষতি করতে পারে। তাই ভেষজ সমাধান ব্যবহার করতে পারেন যা খুশকি দূর করতে সহায়ক এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত।

 

#### ১) পিঁয়াজের রস:

পিঁয়াজের রসে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ, যা খুশকি দূর করতে সহায়ক। অন্তত দুটি পিঁয়াজ ভালো করে বেটে এক মগ পানিতে মিশিয়ে নিন। মাথার ত্বকে এই পিঁয়াজের রস ভালো করে লাগিয়ে কিছুক্ষণ মালিশ করুন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার পিঁয়াজের রস ব্যবহার করলে দ্রুত উপকার পাবেন।

 

#### ২) নারকেল তেল:

নারকেল তেল খুশকির প্রকোপ কমাতে এবং স্ক্যাল্প ময়েশ্চারাইজ করতে খুবই কার্যকর। সপ্তাহে দু’বার সামান্য উষ্ণ নারকেল তেলের মালিশ করলে দ্রুত খুশকির সমস্যায় উপকার পাবেন।

 

#### ৩) টকদই:

টকদই খুশকির সমস্যা থেকে মুক্তি পেতে সহায়ক। খুশকি দূর করতে টকদই মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করুন এবং ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার এইভাবে ব্যবহার করলে খুশকির সমস্যা পুরোপুরি দূর হবে।

 

#### ৪) লেবুর রস:

লেবুর রসে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ রয়েছে, যা খুশকি দূর করতে সহায়ক। দুই টেবিল-চামচ লেবুর রস অল্প পানির সঙ্গে মিশিয়ে মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করুন। ২-৫ মিনিট ম্যাসাজ করার পর ধুয়ে নিন। সপ্তাহে দু’বার এইভাবে লেবুর রস ব্যবহার করলে খুশকির সমস্যা দূর হবে।

 

এই ভেষজ সমাধানগুলো অল্প খরচে এবং পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই খুশকির সমস্যা সমাধান করতে সক্ষম। নিয়মিত ব্যবহারে আপনি খুশকি মুক্ত ও সুস্থ চুল পাবেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

নিউইয়র্কে অনুষ্ঠিত ‘এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ডে সেরা সঙ্গীত পরিচালক তানভীর তারেক

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত পরিচালক তানভীর তারেক নিউইয়র্কে অনুষ্ঠিত

কী লাগে এক জীবনে আর

পরীমনি, ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা, যদিও অভিনয়ে কম দেখা যায়,