দ্যা নিউ ভিশন

চট্টগ্রামে আইনজীবী হত্যায় নিন্দা, জড়িতদের শাস্তির দাবি সিপিবির

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) লোগো

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করার আহ্বান জানিয়েছে দলটি।

মঙ্গলবার রাতে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) এক বিবৃতিতে এ আহ্বান জানান। সিপিবি নেতাদের বিবৃতিতে বলা হয়, ‘চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যার এ ঘটনায় আমরা মর্মাহত, বিক্ষুব্ধ ও গভীরভাবে শোকাহত। খুনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এই ঘটনা যাতে ভিন্ন খাতে চলে না যায়, সে জন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।’

বিবৃতিতে সবাইকে ধৈর্য ধারণ করে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান সিপিবির নেতারা। তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন ও হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দ্রুত জনজীবনে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

নিউইয়র্কে অনুষ্ঠিত ‘এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ডে সেরা সঙ্গীত পরিচালক তানভীর তারেক

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত পরিচালক তানভীর তারেক নিউইয়র্কে অনুষ্ঠিত

কী লাগে এক জীবনে আর

পরীমনি, ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা, যদিও অভিনয়ে কম দেখা যায়,