দ্যা নিউ ভিশন

ব্রাজিলে অভ্যুত্থানচেষ্টায় সরাসরি জড়িত ছিলেন বলসোনারো, পুলিশের প্রতিবেদন প্রকাশ

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোরয়টার্স ফাইল ছবি

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো ২০২২ সালের নির্বাচনের ফল পাল্টে দিতে একটি অভ্যুত্থান পরিকল্পনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। ব্রাজিলের কেন্দ্রীয় পুলিশ এই সংক্রান্ত প্রমাণ সুপ্রিম কোর্টে উপস্থাপন করেছে। মঙ্গলবার পুলিশ কর্তৃক প্রকাশিত ৮৮৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

২০২৩ সালের জানুয়ারিতে বলসোনারোর সমর্থকরা নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে ব্রাসিলিয়ায় সহিংসতা চালায়, যা লুইস ইনাসিও লুলা দা সিলভা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের এক সপ্তাহ পর ঘটে। বিক্ষোভকারীরা তখন সামরিক অভ্যুত্থানের পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছিল, মনে করা হচ্ছিল তারা অভ্যুত্থানকে ন্যায্য প্রমাণ করতে চেয়েছিল।

প্রতিবেদনটি দুই বছরের তদন্তের পর তৈরি করা হয়েছে, যা তল্লাশি, ফোনের আড়ি পাতা, আর্থিক নথিপত্রের পরীক্ষা এবং আসামিদের জবানবন্দির ভিত্তিতে প্রমাণ সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বলসোনারো ২০১৯ সাল থেকে অন্য কর্মকর্তাদের সঙ্গে মিলে কার্যকরভাবে পরিকল্পনা, নির্দেশনা এবং বাস্তবায়ন করেছেন, যার লক্ষ্য ছিল গণতান্ত্রিক আইনের শাসন বিলুপ্ত করা এবং নিজের প্রেসিডেন্ট পদে থাকার চেষ্টা করা।

পুলিশ আরও জানায়, বলসোনারো লুলা ও তাঁর রানিংমেটকে হত্যার পরিকল্পনা সম্পর্কে জানতেন। প্রতিবেদনে বলা হয়, বলসোনারো ২০২২ সালের ডিসেম্বরে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অভ্যুত্থানের প্রস্তাব দিয়েছিলেন এবং এর জন্য ষড়যন্ত্রে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। যদিও সেনাবাহিনী এবং বিমানবাহিনী এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, নৌবাহিনীর তৎকালীন কমান্ডার অ্যাডমিরাল আলমির গার্নিয়ার সান্তোস তা সমর্থন করেছিলেন।

পুলিশ গত সপ্তাহে বলসোনারো, গার্নিয়ার সান্তোসসহ ৩৭ জনের বিরুদ্ধে অভ্যুত্থান পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ আনলেও, এখন এটি প্রসিকিউটর জেনারেল পাওলো গোনেটের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

বলসোনারো তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন, এবং সোমবার তিনি সাংবাদিকদের বলেছেন যে তিনি কখনোই অভ্যুত্থানের বিষয়ে আলোচনা করেননি। তার আইনজীবী মঙ্গলবার প্রতিবেদনটি সম্পর্কে কোনো মন্তব্য করেননি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ