দ্যা নিউ ভিশন

দেশের পর বিদেশের রেকর্ডও হারালেন সাকিব

সাকিব আল হাসানের রেকর্ড কেড়েছেন মেহেদী হাসান মিরাজ

ঘরের মাঠের রেকর্ডটা গত মাসেই হারিয়েছেন সাকিব আল হাসান। টেস্টে বাংলাদেশে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটা সাকিবের কাছ থেকে কেড়ে নিয়েছেন তাইজুল ইসলাম।

বাংলাদেশের সাবেক অধিনায়ক এবার দেশের বাইরের রেকর্ডটিও হারালেন। ৮৩ উইকেট নিয়ে এত দিন দেশের বাইরে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন সাকিব। কাল অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ প্রথম উইকেটটি পেয়েই ছাড়িয়ে গেছেন সাকিবকে। দেশের বাইরে টেস্টে মিরাজের উইকেট এখন ৮৫টি।

ঘরের মাঠে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি তাইজুলের উইকেট ১৭০টি। সাকিবের উইকেট ১৬৩টি। বাংলাদেশে এ ছাড়া ১০০ উইকেট পেয়েছেন মিরাজও—১০৪টি। দেশের বাইরের রেকর্ডে অবশ্য মিরাজ-সাকিব ছাড়া আর কারও ৫০ উইকেটও নেই।

ঘরে-বাইরে, দুই জায়গাতেই রেকর্ড খোয়ালেও টেস্টে এখনো বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি সাকিবই। ৭১ টেস্টে ২৪৬ উইকেট সাকিবের। ৫০ টেস্টে তাইজুলের উইকেট ২১১টি, সমান ম্যাচে ১৮৯ উইকেট নিয়ে তিনে মিরাজ।

 

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ