দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৬, ২০২৪ ১৮:১৯

জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রতিদিন বিশ্বে সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে গড়ে ১৪০ জন নারী খুন হচ্ছেন।

বিভিন্ন চেষ্টা সত্ত্বেও নারী ও মেয়েদের হত্যাকাণ্ডের ঘটনাগুলো এখনো ‘আশঙ্কাজনকভাবে বেশি’ রয়ে গেছেপ্রতিকী ছবি

নারী ও মেয়েদের জন্য তাদের নিজ বাড়ি এখনো নিরাপদ নয়, ২০২৩ সালে বিশ্বে ঘনিষ্ঠ সঙ্গী ও পরিবারের সদস্যদের হাতে প্রতিদিন গড়ে ১৪০ জন নারী ও মেয়ে খুন হয়েছেন, জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে যেখানে এই সংখ্যা ছিল ৪৮,৮০০, সেখানে ২০২৩ সালে তা বেড়ে ৫১,১০০ হয়েছে। ইউএন উইমেন এবং জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত দপ্তরের ওই প্রতিবেদন থেকে জানা গেছে, পৃথিবীর প্রতিটি অঞ্চলে নারী ও মেয়েরা এমন সহিংসতার শিকার হচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, নারী ও মেয়েদের জন্য তাদের বাড়ি সবচেয়ে বিপজ্জনক জায়গা হয়ে উঠেছে। ইউএন উইমেনের উপনির্বাহী এক্সিকিউটিভ নায়ারাদজায়ি গুমবোঞ্জভান্দার বলেছেন, “এ ধরনের হত্যাকাণ্ড নারীর ওপর ক্ষমতা প্রয়োগের এক দৃষ্টান্ত,” এবং এই সহিংসতার মূল কারণ হচ্ছে সংকীর্ণ লৈঙ্গিক মনোভাব ও সামাজিক নিয়ম।

আফ্রিকা ছিল এই সহিংসতার সবচেয়ে বড় শিকার, যেখানে ২০২৩ সালে ২১,৭০০ নারী ও মেয়ে খুন হয়েছেন। এর পরেই আমেরিকা, ওশেনিয়া, এশিয়া এবং ইউরোপের দেশগুলো রয়েছে।

এদিকে, প্রতিবেদনটি আরও জানায়, নারীদের বিরুদ্ধে এই ধরনের সহিংসতা এখনো “আশঙ্কাজনকভাবে বেশি” রয়ে গেছে, এবং এমন সহিংসতা বন্ধ করতে সময়মতো এবং কার্যকর উদ্যোগ নেওয়ার গুরুত্বও তুলে ধরা হয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

রাজশাহীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে “চিকনা আক্কাস” নামে পরিচিত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহীর বাগমারা উপজেলায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে আক্কাস আলী (৫০)