নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দিনেই চীন, কানাডা ও মেক্সিকোর ওপর নতুন শুল্ক আরোপ করবেন। এই পদক্ষেপটি যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ও মাদক পাচার নিয়ন্ত্রণের জন্য নেওয়া হবে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন।
৫ নভেম্বরের নির্বাচনে জয়লাভ করা রিপাবলিকান নেতা ট্রাম্প আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।
ট্রাম্প তাঁর প্রথম দিনের কার্যক্রম হিসেবে মেক্সিকো ও কানাডা থেকে আমদানি হওয়া সমস্ত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন বলে জানান।
এছাড়া, চীনকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, সিনথেটিক মাদক ফেন্টানিল পাচার বন্ধ না করলে, চীনের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। যুক্তরাষ্ট্রের হিসাব অনুযায়ী, গত বছর ফেন্টানিল মাদক গ্রহণে ৭৫ হাজার মার্কিন নাগরিক মারা গেছে।
ট্রাম্প বলেন, মেক্সিকো এবং কানাডা যতক্ষণ না মাদকের বিরুদ্ধে বিশেষ করে ফেন্টানিল ও অবৈধ অভিবাসন ঠেকানোর জন্য পদক্ষেপ নেয়, ততক্ষণ শুল্ক বহাল থাকবে। তিনি উল্লেখ করেন, এই সমস্যা সমাধানে উভয় দেশের কাছে পূর্ণ ক্ষমতা রয়েছে।
একটি পৃথক পোস্টে, ট্রাম্প চীনা কর্মকর্তাদের প্রতিশ্রুতি পূরণ না করার জন্য সমালোচনা করেছেন, যেখানে ফেন্টানিল মাদক পাচারের সঙ্গে জড়িতদের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা বলা হয়েছিল।
এদিকে, ওয়াশিংটনে চীনা দূতাবাসের এক মুখপাত্র বলেছেন, বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা উভয় পক্ষের জন্যই লাভজনক হতে পারে, এবং বাণিজ্য যুদ্ধ বা শুল্ক যুদ্ধে কোনও পক্ষই জয়ী হবে না।
নির্বাচনী প্রচারণার সময়, ট্রাম্প বলেছিলেন, যদি প্রয়োজন হয়, তিনি মেক্সিকো ও চীনের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারেন।