ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন লেনী ফ্যাশনস ও লেনী অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁরা ডিইপিজেডের সামনে জড়ো হয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড এলাকায় বিক্ষোভ শুরু করেন।
মহাসড়ক অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যার ফলে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
বিক্ষোভকারী শ্রমিকরা জানিয়েছেন, প্রায় চার বছর আগে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড)-এ লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলস কারখানা বন্ধ হয়ে যায়, আর তখন থেকেই তাঁদের বেতন বকেয়া রয়েছে। ইতিমধ্যে একটি কারখানা বিক্রি হলেও, শ্রমিকদের বকেয়া বেতন এখনও পরিশোধ করা হয়নি।
এক শ্রমিক বলেন, “চার বছর ধরে বেপজা আমাদের ঘুরিয়ে-ফিরিয়ে কথা বলছে, কিন্তু নির্দিষ্ট কোনো তারিখে বেতন দেওয়া হচ্ছে না। আমরা এর সুষ্ঠু সমাধান চাই।”
আরেক শ্রমিক অভিযোগ করেন, “ফ্যাক্টরি বিক্রি হয়ে গেছে, অথচ আমাদের টাকা দেওয়া হচ্ছে না। একের পর এক তারিখ দেওয়া হচ্ছে, কিন্তু কোনো কিছুই হচ্ছে না। আমরা কোনো নির্দিষ্ট তারিখ চাই, না হলে সড়ক ছাড়ব না।”
এদিকে, সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, মহাসড়ক অবরোধের কারণে যানজট সৃষ্টি হয়েছে এবং ওই সড়ক ব্যবহারকারী যানবাহনগুলো বিকল্প পথ অবলম্বন করছে।
বেপজার নির্বাহী পরিচালক (জনসংযোগ) আনোয়ার পারভেজ জানান, দুই কারখানার শ্রমিকদের বকেয়া পরিশোধের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, তবে একটির বিক্রির টাকা অন্য কারখানার শ্রমিকদের দেওয়ার সুযোগ নেই। তিনি জানান, দ্রুত নিলামের মাধ্যমে বাকি কারখানাটি বিক্রি করা হবে এবং সব শ্রমিকের বকেয়া পরিশোধ করা সম্ভব হবে।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর এসপি মোহাম্মদ সারোয়ার আলম বলেন, “শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে এবং তারা সড়ক থেকে সরলে বিষয়টি সমাধান হতে পারে।”