দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৬, ২০২৪ ১৭:৩১

তাড়াহুড়োতেও কিভাবে ঝটপট তৈরি হওয়া যায়

কর্মজীবী নারীদের অফিসের পাশাপাশি বাড়ির কাজও করতে হয়, যা সত্যিই চ্যালেঞ্জিং হতে পারে। সকাল ৮টা বা ৯টায় অফিস থাকলে ঘরের কাজ সেরে প্রস্তুত হওয়া অনেক ঝক্কির ব্যাপার। এমন অবস্থায় সময় ব্যবস্থাপনা খুব জরুরি। তাড়াহুড়োর মধ্যেও কিভাবে চটজলদি প্রস্তুত হওয়া যায়, তা দেখে নেওয়া যাক:

 

1. **তালিকা তৈরি করুন:** প্রতিদিনের কাজের তালিকা তৈরি করুন, যা পরদিন কী কী করতে হবে তা স্মরণ করিয়ে দেবে। বাজার করার পরিকল্পনাও এতে যোগ করুন।

 

2. **পোশাক আগেই গুছিয়ে রাখুন:** পরের দিন কী পরবেন তা আগের রাতেই গুছিয়ে রাখুন বা অন্তত একনজর দেখে মনে মনে ঠিক করে রাখুন, যেন সকালে দ্রুত প্রস্তুত হতে পারেন।

 

3. **সন্তানের প্রস্তুতি:** সন্তান ছোট হলে তার স্কুলের ব্যাগ, টিফিন ও পোশাক গোছানোর দায়িত্ব নিন। কাজটি করার সময় সন্তানকেও সঙ্গে রাখুন যাতে সে শিখতে পারে।

 

4. **খাবারের প্রস্তুতি:** নিজের খাবার যদি অফিসে নিতে হয়, তাহলে সেটাও হালকা গুছিয়ে নিন। এতে সকালের কাজ কিছুটা হলেও এগিয়ে থাকবে।

 

5. **রান্নাঘর পরিষ্কার রাখুন:** রাতের খাওয়া দাওয়ার পর রান্নাঘর পরিষ্কার করে ফেলুন। সকালে গোছানো রান্নাঘর পেলে দিনের শুরুটা সহজ হয়।

 

6. **ব্যাগ গুছিয়ে রাখুন:** অফিসে বিভিন্ন পোশাকের সঙ্গে ভিন্ন ভিন্ন ব্যাগ নিতে চাইলে আগের রাতেই সেগুলো গুছিয়ে রাখুন।

 

7. **সকালের নাশতার আয়োজন:** সকালের চা বা নাশতার আয়োজন আগের রাতেই গুছিয়ে ফেলুন।

 

এই কয়েকটি সহজ পদক্ষেপ গ্রহণ করলে আপনার সকালের প্রস্তুতি অনেকটাই সহজ হয়ে যাবে এবং আপনি সময়মতো অফিসে পৌঁছাতে পারবেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

রাজশাহীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে “চিকনা আক্কাস” নামে পরিচিত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহীর বাগমারা উপজেলায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে আক্কাস আলী (৫০)