দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:২৮

ইউআইইউতে শহীদ ইরফান ভূঁইয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইরফান ভূঁইয়াসহ সকল শহীদকে স্মরণে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) মাদানী অ্যাভিনিউ ইউনাইটেড সিটিস্থ মসজিদ আল-মুস্তফাতে ‘দোয়া মাহফিল’ আয়োজন করে। এই মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

 

এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ইউআইইউ লাইব্রেরিতে ‘স্বাধীনতা কর্নার’ উদ্বোধন করা হয়েছে। দোয়া মাহফিলের পর, বিশ্ববিদ্যালয় এবং ইউনাইটেড গ্রুপের পক্ষ থেকে শহীদ ইরফান ভূঁইয়ার পরিবারকে ৫০ লাখ টাকার একটি চেক প্রদান করা হয়। ইউআইইউ লাইব্রেরি ও মেইনটেন্যান্স ল্যাবের নাম শহীদ ইরফান ভূঁইয়ার নামে রাখা হয়।

 

এই গৌরবময় আন্দোলনের স্মরণে ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া ‘স্বাধীনতা কর্নার’ উদ্বোধন করেন, যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইতিহাস ও তথ্য-উপাত্ত সংরক্ষিত থাকবে।

 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট