দ্যা নিউ ভিশন

চোটে পড়ে এক মাসের জন্য ছিটকে গেলেন ভিনিসিয়ুস

ভিনিসিয়ুস জুনিয়র

রিয়াল মাদ্রিদের জন্য বড় দুঃসংবাদই বটে!

স্প্যানিশ ক্লাবটি আজ জানিয়েছে, তাদের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। রিয়ালের মেডিকেল দল আজ পরীক্ষার পর জানিয়েছে, ভিনিসিয়ুস বাঁ ঊরুর পেশিতে চোট পেয়েছেন। চ্যাম্পিয়নস লিগে আগামী বুধবার রাতে অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুসের খেলার সম্ভাবনা দেখছে না রিয়াল।

লা লিগা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিবৃতিতে বলা হয়, ‘রিয়ালের মেডিকেল সার্ভিসের পরীক্ষায় আজ আমাদের খেলোয়াড় ভিনিসিয়ুসের বাঁ পায়ে হ্যামস্ট্রিং চোট ধরা পড়েছে।’

স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ভিনিসিয়ুসকে। শঙ্কাটা সত্য হলে, চ্যাম্পিয়নস লিগে লিভারপুল ম্যাচের পর আগামী ১০ ডিসেম্বর আতালান্তার বিপক্ষে ম্যাচেও ব্রাজিলিয়ান তারকাকে পাবে না রিয়াল।

লা লিগায় রোববার রাতে লেগানেসের বিপক্ষে রিয়ালের ৩-০ গোলের জয়ে পুরো সময় মাঠে ছিলেন ভিনিসিয়ুস। কিলিয়ান এমবাপ্পের করা প্রথম গোলের উৎসও ছিলেন তিনি। মাঠে তাঁর খেলার কোনো অস্বস্তি চোখে না পড়লেও স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ড্রেসিংরুমে ফিরে অস্বস্তির কথা জানান ভিনি। এরপর স্থানীয় সময় আজ সকালে তাঁর শারীরিক পরীক্ষা করে রিয়ালের মেডিকেল দল।

ভিনির জন্য এই চোট নতুন না। গত মৌসুমেও দুবার একই চোটে পড়েছিলেন। এক মাস মাঠের বাইরে থাকলে লা লিগায়ও তিনটি ম্যাচ মিস করতে পারেন ভিনিসিয়ুস। ১ ডিসেম্বর হেতাফের মুখোমুখি হবে রিয়াল। এরপর ৫ ডিসেম্বর অ্যাথলেটিক বিলবাও, ৮ ডিসেম্বর জিরোনা ও ১৫ ডিসেম্বর রায়ো ভায়োকানোর মাঠে খেলতে যাবে রিয়াল। সামাজিক যোগাযোগমাধ্যমে চোটের খবর জানিয়ে ভিনিয়ুস পোস্টও করেছেন, ‘পাগলাটে সূচি…সুস্থ হতে।’

গত মৌসুমের মতো এবারও রিয়ালের হয়ে দারুণ খেলছেন ভিনিসিয়ুস। সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের জার্সিতে ১৮ ম্যাচে করেছেন ১২ গোল। এ মৌসুমে মাদ্রিদের ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ভিনিই সর্বোচ্চ গোলদাতা।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ