দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৪৭

অ্যাডেলে চলেছেন আড়ালে যাওয়ার পথে।

অ্যাডেলে বিদায় নিচ্ছেন। আর মাত্র কয়েক মাস পর তিনি দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারকে বিরতিতে রেখে আড়ালে চলে যাবেন। সম্প্রতি জার্মানির মিউনিখে সংগীত সফরে অংশ নেন এই ব্রিটিশ গায়িকা। আগস্টজুড়ে ১০টি কনসার্টে পারফর্ম করেন তিনি, যেখানে প্রতিটি কনসার্টে ছিল দর্শকের উপচে পড়া ভিড় এবং বিক্রি হয় ৭ লাখ ৩০ হাজার টিকিট। ‘অ্যাডেলে ইন মিউনিখ’ শিরোনামের এই সফরের জন্য মিউনিখে ৭৩ হাজার আসনের একটি অস্থায়ী স্টেডিয়াম তৈরি করা হয়। ৩১ আগস্ট শেষ দিনের কনসার্টেও স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। কিন্তু কনসার্টের শেষ দিকে অ্যাডেলের এমন ঘোষণা যে আসবে, তা কেউ ভাবতেও পারেনি।

 

গান থামিয়ে দর্শকদের ধন্যবাদ জানান অ্যাডেলে এবং বলেন, “এরপর আমার আর ১০টি শো বাকি আছে। না হলে এটাই হতো আমার শেষ শো। এরপর আপনাদের সঙ্গে আর দীর্ঘ সময় দেখা হবে না। দেখা না হলেও আপনাদের কথা সব সময় মনে থাকবে।” অ্যাডেলের কথাগুলো ছিল থেমে থেমে, কান্নাজড়িত কণ্ঠে। তাঁর এ ঘোষণায় দর্শকরা ‘নো নো’ বলে প্রতিবাদ করতে শুরু করে। কিন্তু বিরতির সিদ্ধান্ত অ্যাডেলে আগেই নিয়ে ফেলেছিলেন, শুধু ঘোষণা দেওয়াটাই বাকি ছিল।

 

জার্মানির শোয়ের পর অ্যাডেলেকে আবার মঞ্চে দেখা যাবে অক্টোবরের শেষ দিকে। দুই বছর আগে তিনি শুরু করেছিলেন ‘উইকেন্ডস উইথ অ্যাডেলে’ ট্যুর। এ সফরে স্থগিত থাকা ১০টি শো এখনো বাকি আছে, যেগুলো অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের দ্য কলোসিয়াম অ্যাট সিজারস প্যালেসে। এই কনসার্টগুলো গত মার্চে হওয়ার কথা ছিল, কিন্তু কণ্ঠনালির সমস্যার কারণে সেগুলো স্থগিত করেছিলেন অ্যাডেলে।

 

দীর্ঘ বিরতির কারণ হিসেবে অ্যাডেলে বলেছেন, “আমার বিশ্রাম দরকার। সাত বছর ধরে আমি চেষ্টা করছি নিজের জন্য একটি নতুন জীবন তৈরি করার। সেই জীবনটাই এখন উপভোগ করতে চাই।” তাঁর এ কথায় অনেকে ধারণা করছেন, ক্রীড়াব্যক্তিত্ব রিচ পলের সঙ্গে নতুন করে সংসার শুরু করতে যাচ্ছেন অ্যাডেলে। সে কারণেই তিনি এই বিরতির সিদ্ধান্ত নিয়েছেন।

 

রিচ পলের সঙ্গে সম্পর্কের কথা অ্যাডেলে প্রথমবার মিউনিখের এক কনসার্টেই প্রকাশ্যে আনেন। ২০২১ সাল থেকে তারা সম্পর্কে আছেন। এর আগে ২০১৮ সালে সাইমন কোনেকিকে বিয়ে করেছিলেন তিনি, তবে তিন বছরের মাথায় তাদের বিচ্ছেদ হয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট