দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১৯:২১

টেকনাফের সৈকতে নেমে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রের মরদেহ ১৫ ঘণ্টা পর উদ্ধার হয়েছে।

ভেসে যাওয়া শিশুদের উদ্ধারের জন্য টেকনাফের বিচ পয়েন্ট সৈকতে জড়ো হয়েছেন স্থানীয়রাপ্রথম আলো

টেকনাফের সৈকতে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রের লাশ ১৫ ঘণ্টা পর উদ্ধার

টেকনাফ, কক্সবাজার: গতকাল রোববার টেকনাফের সমুদ্রসৈকতে গোসলে নেমে সাগরে নিখোঁজ হওয়া দুই মাদ্রাসাছাত্রের মরদেহ ১৫ ঘণ্টা পর আজ সোমবার ভোরে উদ্ধার করা হয়েছে। টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল লম্বরীঘাট এলাকায় ভোর সাড়ে পাঁচটার দিকে লাশ দুটি ভেসে আসে। স্থানীয়রা তা উদ্ধার করেন।

নিহত দুই শিক্ষার্থী হলেন— টেকনাফ সদর ইউনিয়নের খোনকারপাড়ার মো. নজির আহমেদের ছেলে নজরুল ইসলাম (১২) এবং কোরবান আলীর ছেলে ইমরান হোসেন (১৩)। এর আগে, গতকাল সাগরে ভেসে যাওয়া অন্য এক শিক্ষার্থী, আবুল কালামের ছেলে নুর কামাল (১০), মৃত অবস্থায় উদ্ধার হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, গতকাল দুপুরে ১০-১৫ জন শিশু টেকনাফ বিচ পয়েন্টে ফুটবল খেলতে গিয়ে সাগরে গোসলে নামেন। খেলাধুলার সময় স্রোতের টানে তিন শিশু ভেসে যায়। ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে নুর কামালকে উদ্ধার করে। তবে, অপর দুই শিক্ষার্থী নিখোঁজ থাকে।

এ ঘটনার পর থেকে পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় জেলেরা নিখোঁজ শিশুদের খুঁজে বের করার চেষ্টা করেন। সন্ধ্যার পর অন্ধকারের কারণে তল্লাশি বন্ধ হয়ে যায়, কিন্তু স্বজনরা রাতভর খোঁজাখুঁজি অব্যাহত রাখেন।

ভোরে টেকনাফ সদরের লেঙ্গুরবিল লম্বরীঘাট এলাকায় সাগরে দুটি লাশ ভেসে ওঠে, যা পরে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

বিয়ের প্রস্তুতি শুরু

বলিউডের আলোচিত অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে অভিনেতা বিজয় ভার্মার দীর্ঘদিনের