দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২০:৪৬

নতুন বছরের অপেক্ষায় বুবলী

চলতি বছর চিত্রনায়িকা শবনম বুবলী সিনেমার কাজে বেশ ব্যস্ত ছিলেন। তিনি বেশ কয়েকটি সিনেমার শুটিং শেষ করেছেন এবং ‘দেয়ালের দেশ’ সিনেমাটি মুক্তি পেয়ে প্রশংসিত হয়েছে, যেখানে তিনি শরিফুল রাজের বিপরীতে অভিনয় করেছেন। তবে দেশের কোটা আন্দোলন, গণঅভ্যুত্থান, শেখ হাসিনা সরকারের পতন ও নতুন সরকার গঠনসহ বিভিন্ন কারণে শোবিজের কাজ কিছুটা থমকে গিয়েছিল। যদিও এখন আবার সিনেমার কাজ শুরু হয়েছে, তবে এ বছর আর বুবলীর কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। কারণ বছরের বাকি মাত্র এক মাস। বুবলীর মুক্তি প্রতীক্ষিত সাতটি সিনেমা আগামী বছর মুক্তি পাবে।

 

এই সিনেমাগুলোর মধ্যে রয়েছে:

– জাকির হোসেন রাজুর ‘চাদর’

– এম রাহিমের ‘জংলি’

– রাখাল সবুজের ‘পুলসিরাত’

– মাসুদ মহিউদ্দিন ও হাসান শিকদারের ‘প্রেম পুরাণ’

– সাইফ চন্দনের ‘কয়লা’

– দেবাশীষ বিশ্বাসের ‘তুমি যেখানে আমি সেখানে’

– ওয়াজেদ আলী সুমনের ‘ছায়া’

 

এই সাতটি সিনেমাতে তার বিপরীতে নায়ক হিসেবে থাকছেন সিয়াম, রোশান, নীরব ও আসিফ নূর। বুবলী জানান, প্রতিটি ছবির গল্প ও তাতে তার চরিত্র ভিন্ন এবং প্রতিটি ছবির কাজই তিনি শতভাগ দিয়ে করেছেন। তিনি বলেন, “আমার বিশ্বাস ছবিগুলো মুক্তি পেলে দর্শকদের ভালো লাগবে। আমি অপেক্ষায় আছি নতুন বছরের। কারণ নতুন বছরের শুরু থেকেই আশা করছি ছবিগুলো একে একে মুক্তি পেতে থাকবে।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ