সোমবার লোহিত সাগরে ইয়েমেনের উপকূলে সৌদি আরবের মালিকানাধীন একটি অপরিশোধিত জ্বালানিবাহী ট্যাঙ্কার এবং পানামার পতাকাবাহী একটি জাহাজে হামলা হয়েছে। এ হামলার পেছনে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হাত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, হামলার সময় সৌদির পতাকাবাহী ট্যাঙ্কার আমজাদ ও পানামার পতাকাবাহী ব্লু লাগুন-১ জাহাজটি কাছাকাছি অবস্থানে ছিল। হামলার পর সৌদির ট্যাংকারটি নিজের গতিপথ ধরে চলতে থাকে, তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনও জানা যায়নি।
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাহরি, যা ট্যাঙ্কার আমজাদের মালিক, হামলার বিষয়ে মন্তব্যের জন্য সাড়া দেয়নি। এই সুপারট্যাঙ্কারের ধারণ ক্ষমতা ২০ লাখ ব্যারেল তেল।
পানামার পতাকাবাহী ব্লু লাগুন-১ জাহাজের গ্রিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সি ট্রেড মেরিন এসএও কোনো মন্তব্য দেয়নি। সুয়েজম্যাক্স এই জাহাজটির ধারণ ক্ষমতা ১০ লাখ ব্যারেল।
সূত্রগুলির তথ্য অনুযায়ী, সৌদির মালিকানাধীন ট্যাংকারটি হামলার প্রধান লক্ষ্য ছিল না। গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের পর, হুথিরা গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজে হামলা চালিয়ে আসছে।