দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৮:৩৯

“সাকিব যেন আমার মতো হয়রানির শিকার না হন,” বলেছেন আমিনুল।

ছবি: সংগৃহীত

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ফুটবল থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে প্রবেশ করেছেন। আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক মতাদর্শের কারণে তিনি বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন। এখন তিনি আশা করেন, ক্রিকেটার সাকিব আল হাসান তার মতো হয়রানির শিকার না হন।

সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যার ঘটনায় সাকিবের বিরুদ্ধে আদাবর থানায় মামলা করা হয়েছে। মামলার এজাহারে সাকিবকে হত্যার নির্দেশদাতা হিসেবে নাম উল্লেখ করা হয়েছে। গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

সাকিব প্রসঙ্গে আমিনুল বলেন, “সাকিব গত জানুয়ারিতে একদলীয় ডামি নির্বাচনে অংশ নিয়েছিল, যা আমি মনে করি তার একটি অপরাধ। সে নির্বাচনটি এড়ানো সম্ভব ছিল এবং এতে তার বিরুদ্ধে এত সমালোচনা হতো না। মাশরাফি বিন মুর্তজাও জাতীয় দলে খেলার সময় নির্বাচন করে ভুল করেছেন।”

এছাড়া আমিনুল বলেন, “আমরা একটি অন্ধকার সময় পেরিয়ে এসেছি এবং আমরা গত ১৫ বছরে হওয়া অন্যায়গুলোর পুনরাবৃত্তি চাই না। আমাদের সমাজ ও দেশে এমন একটি পরিবেশ তৈরি হওয়া উচিত যেখানে রাজনৈতিক মতাদর্শের পার্থক্যের জন্য কেউ নির্যাতন বা হয়রানির শিকার না হয়। সাকিবের ক্ষেত্রেও একই চাওয়া—যদি সে অপরাধী হয়, তবে তার বিচার হবে, কিন্তু সে যেন কোনো ধরনের অন্যায়ের শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট