দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:৩৮

মোহামেডানকে হারিয়ে ‘চ্যালেঞ্জ’ জিতে নিল কিংস

ট্রফি নিয়ে বসুন্ধরা কিংসের বাঁধনহারা উচ্ছ্বাস। আজ বসুন্ধরা কিংস অ্যারেনায়

🔴 বসুন্ধরা কিংস ৩-১ মোহামেডান ⚪

গত মৌসুমে ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ, দুই টুর্নামেন্টের ফাইনালেই মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস ও মোহামেডান। দুটিতেই পিছিয়ে পড়ে জিতেছিল কিংস। এবার ঘরোয়া মৌসুম শুরু হলো চ্যালেঞ্জ কাপ দিয়ে। সেখানেও গতকাল শুরুতেই পিছিয়ে পড়া কিংস শেষ পর্যন্ত মাঠ ছেড়েছে ৩-১ গোলের জয় নিয়ে।

কিংস অ্যারেনায় অধিনায়ক সুলেমান দিয়াবাতে মোহামেডানকে এগিয়ে দেওয়ার পর বসুন্ধরার হয়ে একটি করে গোল করেন ব্রাজিলিয়ান মিগুয়েল ফেরেইরা, ফয়সাল আহমেদ ফাহিম ও তপু বর্মণ। ট্রফি জিতেই নতুন মৌসুম শুরু হলো কিংসের।

বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ ম্যাচের শুরুর দিকে অবশ্য মোহামেডানেরই দাপট ছিল, খেলেছেও গোছানো ফুটবল। ম্যাচের ৭ম মিনিটে ডান দিক দিয়ে ইমানুয়েল সানডে বসুন্ধরা কিংসের তপু বর্মণকে ফাঁকি দিয়ে বেরিয়ে গিয়ে বক্সের মধ্যে ক্রস ফেলেন, সেটি থেকে সহজেই হেড করে গোল করেন সোলেমান দিয়াবাতে।

রক্ষণকে আঁটসাঁট রেখে উজবেকিস্তানের ফুটবলার মোজাফফরভের নেতৃত্বে মাঝমাঠের দখলও নিজেদের কাছেই রেখেছিল মোহামেডান। ওপরে রহিমউদ্দিন, মালির স্ট্রাইকার সোলেমান দিয়াবাতে আর নাইজেরিয়ার ইমানুয়েল সানডে বসুন্ধরা কিংসের রক্ষণকে ভালোই ভুগিয়েছেন।

তবে গোল খেয়ে পিছিয়ে পড়েও আক্রমণে উঠেছে কিংস, গোলের সুযোগও তৈরি করেছে। ১১ মিনিটেই নাইজেরিয়ান ডিফেন্ডার ইজেহর হেড অল্পের জন্য বাইরে চলে যায়। ৩৯ মিনিটে কিংস আরেকটা সুযোগ পেয়েছিল মোহামেডানের ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফির ভুলে। তবে মিগুয়েলের শট সহজেই ধরেন মোহামেডানের গোলকিপার মোহাম্মদ সুজন। ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল মোহামেডানও। তবে ২৫ মিনিটে রহিমউদ্দিনের দারুণ এক ক্রসে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন আরিফ হোসেন।

দ্বিতীয়ার্ধে বসুন্ধরা কিংস কিছুটা গুছিয়ে শুরু করে। তবে ফিনিশিংটা ঠিকঠাক হচ্ছিল না তদের। ম্যাচের ৬২তম মিনিটে গ্যালারি থেকে কিংসের সমর্থকেরা লাল রঙের স্মোক ফ্লেয়ার মাঠে ছুঁড়ে মারলে খেলা ১০ মিনিটের মতো বন্ধ থাকে। ওই বিরতিটাই বলা যায় ম্যাচের টার্নিং পয়েন্ট।

আবার খেলা শুরুর পর আর মাঠে খুঁজে পাওয়া যায়নি মোহামেডানকে। ৭৩ মিনিটে তপু বর্মণের গোলে ম্যাচে সমতা ফেরায় কিংস। ৮০ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিম কিংসকে এগিয়ে দেন ২–১ গোলে। স্মোক ফ্লেয়ারের বিরতির কারণে ম্যাচে অতিরিক্ত যোগ হয় ১৮ মিনিট! কিন্তু মোহামেডানের তাতে কোনো লাভ হয়নি। উল্টো ৯৭ মিনিটে মিগুয়েলের গোলে সব আশা শেষ হয়ে যায় সাদাকালোদের।

সব মিলিয়ে দুর্দান্ত খেলেছেন মিগুয়েল। গত মৌসুম শেষে নিজ দেশে  ছুটিতে গিয়ে ফিটনেস হারিয়ে এসেছিলেন। কিংসের জার্সিতে গত মাসে ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগে হতাশ করেছেন দলকে।

তবে আজ কিংসের অধিনায়কত্ব করা এই ব্রাজিলিয়ান শুধু নিজেই গোল করেননি, ফাহিম ও তপুর গোল দুটিও তাঁরই সহায়তায়। বলা যায়, তাঁর দুর্দান্ত পারফরম্যান্সেই ঘরোয়া মৌসুমের নতুন এই ট্রফিটা গেল কিংসের ঘরে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট