দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:৪৬

মেসি তিন বছর পর কেন বার্সেলোনায় ফিরছেন

বার্সেলোনায় ফিরছেন লিওনেল মেসি

লিওনেল মেসির বিদায়ের ক্ষত এখনো শুকায়নি বার্সেলোনা–সমর্থকদের মন থেকে। ২০২১ সালে অর্থনৈতিক সংকটের জেরে চুক্তি নবায়ন করতে ব্যর্থ হলে নাটকীয়ভাবে ভেঙে যায় মেসি–বার্সার প্রায় দুই দশকের সম্পর্ক। চোখের পানিতে বার্সাকে বিদায় জানিয়ে মেসি চলে যান প্যারিসের ক্লাব পিএসজিতে।

বার্সা ছাড়ার সময় অবশ্য আবারও ক্লাবটিতে ফিরে আসার ইচ্ছার কথা জানিয়ে রাখেন মেসি। এরপর ২০২৩ সালের গ্রীষ্মে অবশ্য মেসির দ্বিতীয় মেয়াদে বার্সায় ফেরার জোর গুঞ্জন শোনা গিয়েছিল।

একপর্যায়ে মেসির ফিরে আসাকে মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু হঠাৎ করেই বদলে যায় পরিস্থিতি, বার্সায় ফেরার পরিবর্তে মেসি চলে যান যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। যে কারণে মেসির ফেরার স্বপ্নটা শেষ পর্যন্ত অপূর্ণই থেকে যায়।

তবে গত বছর না পারলেও এবার ঠিকই বার্সায় ফিরতে যাচ্ছেন মেসি। যদিও মেসির এই ফেরা একেবারেই ভিন্ন কারণে। স্প্যানিশ সংবাদমাধ্যম রেডিও কাতালুনিয়া জানিয়েছে, বার্সেলোনা ক্লাবের ১২৫ বছর পূর্তি উপলক্ষে আমন্ত্রণ জানানো হয়েছে মেসিকে। ২৯ নভেম্বর হবে বর্ষপূর্তির অনুষ্ঠানটি।

শুধু আমন্ত্রণই নয়, ৩৭ বছর বয়সী মেসি এই আয়োজনে সক্রিয় দায়িত্ব পালন করবেন এবং তিনি বর্ষপূর্তি উদ্‌যাপনের অন্যতম অংশও বটে। আর পুরো আয়োজনটি হবে বার্সেলোনার বিখ্যাত থিয়েটার গ্রান তেত্রে দেল লিসিউতে।

মেসির জন্য অবশ্য এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য এর চেয়ে ভালো সময় হতে পারত না। আর্জেন্টিনার হয়ে পেরুর বিপক্ষে ম্যাচ দিয়ে বছরের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন মেসি। ইন্টার মায়ামির মৌসুমও এর মধ্যে শেষ হয়ে গেছে।

আগামী ফেব্রুয়ারির আগে প্রতিযোগিতামূলক খেলায় ফেরা হবে না তাঁর। ফলে আগামী কদিন অবকাশ যাপনের সুযোগও পাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট