অস্কারজয়ী সুরকার এআর রহমান ও তার স্ত্রী সায়রা বানু সম্প্রতি বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ একটি বিবৃতি জারি করে সকলকে এই খবর জানিয়েছেন। তবে রহমান বিচ্ছেদের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তার বেস গিটারিস্ট মোহিনী দে ডিভোর্সের কথা জানান। যার ফলে অনেকেই এআর রহমান-সায়রা বানুর বিচ্ছেদের পেছনে মোহিনী দে-র ভূমিকা আছে কিনা, তা নিয়ে গুঞ্জন করতে শুরু করেছেন।
তবে এ বিষয়ে নীরবতা ভেঙেছেন সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ। তিনি বলেন, সায়রা ও এআর রহমান নিজেদের সিদ্ধান্তেই এই বিচ্ছেদের পথে হাঁটছেন। বন্দনা আরও জানান, রহমান ও সায়রা বানু এখনও কোনো আর্থিক চুক্তিতে পৌঁছাননি, তবে তাদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। ডিভোর্স তাদের দুজনের জন্যই অত্যন্ত যন্ত্রণাদায়ক একটি সিদ্ধান্ত।
বন্দনার কথায়, “যখন কারও বিয়ে ভেঙে যায়, তখন সেটি অনেক কষ্টের মধ্যে নেওয়া একটি সিদ্ধান্ত। বিয়ে ভেঙে যাওয়ায় কেউই আনন্দিত হয় না। বিবাহ বিচ্ছেদ কোনো আনন্দের অনুষ্ঠান নয়।”
তিনি আরও জানান, রহমান একজন অত্যন্ত প্রোটেক্টিভ স্বামী ছিলেন। সম্পর্ক ভাঙার পেছনে নিশ্চয়ই কোনো কারণ থাকে, যদিও তিনি এ বিষয়ে আলোচনা করতে রাজি নন। উল্লেখ্য, এআর রহমান ও সায়রা ১৯৯৫ সালে বিয়ে করেন এবং তাদের তিন সন্তান খাতিজা, রহিমা ও আমিন।