দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:০৭

অনলাইন থেকে তথ্য জোগাড় করে শাহরুখকে হত্যার হুমকি

সম্প্রতি শাহরুখ খানকে হত্যার হুমকি দিয়েছিলেন এক ব্যক্তি, যিনি ৫০ লাখ টাকা দাবিও করেন। পরে পুলিশ তার পরিচয় বের করে। তিনি রায়পুরের আইনজীবী ফায়জান খান। ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে জানা গেছে, ফায়জান অনলাইনে শাহরুখ খান ও তার পরিবারের উপর নজরদারি চালাতেন। বিশেষ করে শাহরুখ ও তার ছেলে আরিয়ান খানের চলাফেরার ওপর নজর রাখতেন। বান্দ্রা পুলিশ ফায়জানের আরও একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে, যেখানে এই তথ্যগুলো পাওয়া গেছে। ফরেনসিক টেস্টের পর এসব তথ্য উঠে এসেছে। আপাতত ফায়জান খান আগামী ১০ দিনের জন্য জেল হেফাজতে থাকবেন। যদিও জিজ্ঞাসাবাদে তিনি নানা মনগড়া উত্তর দিয়েছেন।

 

উল্লেখ্য, গত ৭ নভেম্বর এই ব্যক্তি বান্দ্রা পুলিশ স্টেশনে ফোন করে বলেন, শাহরুখ খান সেই ব্যক্তি না যে মান্নাতে থাকে, একটা বাসস্ট্যান্ডওয়ালা। ওকে বলুন ৫০ লাখ টাকা দিতে। না দিলে আমি ওকে মেরে দেব। এরপর যে অফিসার ফোন ধরেছিলেন তিনি তার নাম জিজ্ঞেস করলে বলেন, ওটা ম্যাটার করে না। আমার নাম ধরে নিন হিন্দুস্তানি। এই ফোন কলের পরই পুলিশ তদন্ত শুরু করে। নম্বর ট্রেস করে তাকে ছত্তিশগড়ের রায়পুর থেকে গ্রেফতার করা হয়। গত ১২ নভেম্বর তাকে গ্রেফতার করে মুম্বই নিয়ে আসা হয় এবং সেখানেই তার জিজ্ঞাসাবাদ চলছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট